বাংলা সিরিয়াল

দীর্ঘ ২৫ বছর বাদে বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে ফিরবে মিঠাই সিদ্ধার্থের একমাত্র ছেলে! গল্পে আসতে চলেছে বড়সড়ো চমক, কি তৈরি তো আপনারা?

বর্তমানে বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক হলো “মিঠাই”। একটা সময়ের বিপুল জনপ্রিয়তা থাকলেও এখন সেই জনপ্রিয়তার মান অনেকটাই কমে গিয়েছে। আর তার প্রমাণ আমরা প্রত্যেকবার টিআরপি লিস্টে পেয়েই যাচ্ছি। তবে জনপ্রিয়তা কমে যাওয়ার কারণে টিআরপি রেটিং দিনদিন কমেছিল এই কারণে স্লট পরিবর্তন হয়েছে ধারাবাহিকের। রাত আটটার পরিবর্তে সন্ধ্যা ছটার স্লটে দেখতে পাওয়া যাচ্ছে এই ধারাবাহিককে। তবে স্লট পরিবর্তন হওয়ার পরেই আমরা দেখতে পেয়েছি গল্পেও আনা হয়েছে বড়সড়ো পরিবর্তন।

এবার গল্পে দেখানো হবে, একটা লম্বা টাইমের গ্যাপ। আর এই টাইম গ্যাপে দেখানো হবে কেটে গিয়েছে ২৫ বছর। ২৫ বছরের সাথে সাথেই গল্পে আনা হবে বেশ কিছু পরিবর্তন। গল্পে মিঠাইয়ের ছেলে ২৫ বছর বাদে নতুন রূপে ফিরে আসবে। অন্যদিকে এতদিনে আদিত্য আগারওয়াল বদলে আসবে রোশন বাজাজ নামে। যদি এই ঘটনা আপনারা সবাই জানেন যে ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে প্লাস্টিক সার্জারি করিয়ে নিজের মুখ পরিবর্তন করে এসেছে আদিত্য আগরওয়াল।

যদিও আবার এদিকে আশ্রমে গিয়ে পুত্র সন্তানের জন্ম দিয়েছে মিঠাই। সিদ্ধার্থ নিজের প্রথম সন্তানকে কোলে নিয়ে একেবারে আনন্দে আত্মহারা। কি করবে কিছু বুঝেই উঠতে পারছে না সে। কিন্তু মিঠাই এখনো অধীর আগ্রহে অপেক্ষা করছে সন্তানের মুখ দেখার জন্য। ধারাবাহিক এই ঘটনা চলতে চলতেই শোনা গিয়েছিল যে এর পরেই দেখা যাবে আদিত্য আগারওয়াল এর কারণে মৃত্যু হবে সিদ্ধার্থ মোদকের। এদিকে, ছেলেটি বড় হবে অন্য কারোর কাছে।

যদিও এরই মধ্যে আমরা শুনতে পেয়েছিলাম যে গল্পে গুরুত্বপূর্ণ দুই চরিত্র দাদু ঠাম্মি মারা যাবে। তবে এখন আর তেমনটা শোনা যাচ্ছে না জানা গিয়েছে তারা দুই জনই বেঁচে থাকবেন। তবে সিদ্ধার্থের ছেলেকে বড় করার মতো পরিস্থিতি তাদের পরিবারে থাকবে না। এছাড়াও আদিত্য আগরওয়াল এখনো জানেন না মিঠাই এবং সিদ্ধার্থের ছেলের কথা। সে জানতে পারলেই তাকেও মারার ফন্দি করবে। সেই কারণেই অন্য কোথাও বড় করা হবে সিদ্ধার্থ আর মিঠাইয়ের ছেলেকে।

সুতরাং এইটুকু বোঝা গেছে যে ধারাবাহিকের সিদ্ধার্থের মৃত্যু দেখানো হতে পারে। তবে মিঠাই তার ছেলের সাথে থাকলেও সকলে জানবে মিঠাই মৃত। অন্যদিকে সে ছেলেকে ধীরে ধীরে বাবার মতো করেই তৈরি করবে। আর ২৫ বছর পর সে যখন ফিরবে তখন তার একটাই লক্ষ্য। হবে। তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়া। গল্পে নতুন মোড় আপনার কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে।

Related Articles