বাংলা সিরিয়াল

একজনের বয়স ৬, একজনের ৩! ‘কাস্টিং ডিরেক্টর কতটা নিম্নমানের গাঁ;জা খেয়ে কাস্ট করেছে?’ – ‘মিঠাই’ ধারাবাহিকে শাক্য আর মিষ্টির বয়স আর চেহারা নিয়ে কটাক্ষ করছেন নেটিজেনরা

দীর্ঘ দুবছর ধরে, বাংলা ধারাবাহিক জগতে নিজের রাজত্ব বজায় রেখেছে ‘মিঠাই’। রেকর্ড ব্রেকিং পারফরম্যান্স করে একচেটিয়া রাজত্ব করতে দেখা গিয়েছিল এই ধারাবাহিককে। তবে হঠাৎ এই ধারাবাহিক আনা হয়েছিল নতুন মোড়। মৃত্যু হয়েছিল মিঠাইয়ের। কিন্তু এই নতুন মোড় মোটেই ভালো লাগেনি দর্শকের।

ফলে কমতে থাকে টিআরপি। এরপরে ধারাবাহিকের জনপ্রিয়তা ফিরিয়ে আনতে দেখানো হয় মিঠাই আর সিদ্ধার্থের ছেলে শাক্যকে। কিন্তু তাও শিকে ছেড়েনি ধারাবাহিকের কপালে। এরপরে দর্শকের চাহিদা মত ফিরিয়ে আনা হয় মিঠাইকে। তার সাথে নিয়ে আসা হয়েছে ছোট্ট সদস্য মিষ্টিকেও।

গল্প অনুযায়ী দেখানো হচ্ছে মিঠাইয়ের অতীত সম্পর্কে তার কিছুই মনে নেই। আগুনে পরে যখন সে হারিয়ে গিয়েছিল তখন সে অন্তসত্ত্বা ছিল এই ঘটনাও কেউই জানতো না। এরপরেই জন্ম হলো মিষ্টির। যদিও এই সম্পর্কের কথা সিদ্ধার্থের কিছুই জানা নেই। এরপরে বেশ কয়েক বছরের লিপ নেওয়া হয়েছিল ধারাবাহিকে। এর মধ্যে সাক্ষ্য এবং মিষ্টি দুজনেই বেশ খানিকটা বড় হয়ে গিয়েছে।

কিন্তু এবার এদের দুজনকে নিয়েই উঠছে নানান প্রশ্ন। একজন নেটিজেন যেমন লিখেছেন, ‘সিদ্ধার্থ এবং মিঠাই এর ছেলে শাক্যর বয়স ৬ বছর। মিঠাই যখন হারিয়ে গিয়েছিল তখন তাদের ছেলের বয়স ছিল ৩ বছর। আর তখন যদি মিঠাই ২,৩ মাসের প্রেগনেন্ট হয় তাহলে মিষ্টির বয়স এখন হওয়া উচিত আড়াই বছর। কিন্তু ধারাবাহিকের আড়াই বছরের মেয়ে মিষ্টিকে দেখানো হচ্ছে শাক্যর থেকে একটু ছোট বা মনে হচ্ছে সমবয়সী। তাহলে কাস্টিং ডিরেক্টর কী খাচ্ছে?’। এই নিয়ে বহু সমালোচনা হলেও মিষ্টি আসার পর বেশ খানিকটা জনপ্রিয়তা বেড়েছে ধারাবাহিকের।

Related Articles