বাংলা সিরিয়াল

‘কথায় আছে মেয়েরা বাবার কষ্ট বোঝে’ – অসুস্থ বাবাইয়ের খেয়াল রাখছে ছোট্ট মিষ্টি! ভিডিও দেখে আপ্লুত দর্শক

বর্তমানে জি বাংলা অন্যতম জনপ্রিয় এবং সব থেকে পুরনো ধারাবাহিক হলো ‘মিঠাই’। দর্শকদের চাহিদা মতো মিঠাইকে ফিরিয়ে আনার পর আবারও মনোহরাতে শুরু হয়েছে উন্মাদনা। মিঠাই আর সিদ্ধার্থকে একসাথে দেখার জন্য রীতিমত অপেক্ষা করছিলেন দর্শক। আবার মিঠাই আসার সাথে সাথে আনন্দ হাসির রোশনাই যেমন ঢুকেছে মোদক পরিবারে, তেমনি এসেছে একটি ছোট্ট মেয়ে মিষ্টি। আর আগে থেকেই সেই পরিবারের ছিল মিঠাই আর সিদ্ধার্থের ছেলে শাক্য। এখন মিষ্টি আর শাক্য দুই ভাই বোন মিলে মাতিয়ে রেখেছে মোদক পরিবারকে। তেমনি, মেতে রয়েছেন দর্শক।

ধারাবাহিকের শুরু থেকেই সিদ্ধার্থের ভূমিকায় আমরা দেখতে পেয়েছি অভিনেতা আদৃত রায়কে। বর্তমানে মিঠাই ধারাবাহিকের হাত ধরে তিনি রীতিমত বাংলার মেয়েদের কাছে ক্রাশ হয়ে গিয়েছেন। যদিও এখন গল্পের পরিবর্তনে আমরা শুধু নায়ক নয় বাবার ভূমিকা তো দেখতে পাচ্ছি অভিনেতাকে। মিষ্টি আদেও সিদ্ধার্থের মেয়ে কি না এটা জানার আগেই মিষ্টিকে সে ভালবেসে ফেলেছে। এতদিন আমরা মা হারা ছেলে শাক্যের প্রতি সিদ্ধার্থের দুর্বলতা দেখেছি। আর এখন দেখতে পাচ্ছি নিজের একমাত্র মেয়ে মিষ্টির প্রতি বাবা হিসেবে তার ভালোবাসা।

যদিও মনে করা হচ্ছে মিষ্টির বাবা কিন্তু সিদ্ধার্থ নয়। কিন্তু তারপরেও সিদ্ধার্থ আর মিষ্টির মধ্যে যে মনের টান তৈরি হয়েছে তা দেখতে পাচ্ছেন দর্শক। ঠিক তেমন একটি ঘটনা আবারও ধরা পড়লো ক্যামেরার সামনে। খেলতে গিয়ে সিদ্ধার্থের পায়ে যে বড়সড়ো চোট লেগেছে তা হয়তো সকলেই জানেন। এবার দেখা গেল বাবার শরীরে কষ্টের জন্য মিষ্টিরও কষ্ট হচ্ছে আর সে যত্ন করছে তার বাবাকে। এই বাবা মেয়ের মধ্যে কার রসায়ন যেন মন কেড়ে নিয়েছে দর্শকের।

সম্প্রতি একটি ভিডিওতে দেখা গেল নিজের অনস্ক্রিন বাবার সিদ্ধার্থকে ধরে ধরে এনে সোফায় বসালো মিষ্টি অর্থাৎ অনুমেঘা। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই আবেগ ঘন হয়ে পড়েছেন নেটিজেনরা। একজন যেমন লিখেছেন, ‘কথায় আছে মেয়েরা বাবার কষ্ট বোঝে,, এই ভিডিও টা তে তাই দেখলাম,, অনুমেঘা আদৃত-এর কষ্ট বুঝলো,,, বাবার হাত ধরে আস্তে আস্তে নিয়ে এসে সোফায় বসালো,,, এটা কিন্তু কোনো স্ক্রিপ্ট না। অনুমেঘা কিন্তু বুঝতে পেরেছে যে তার বাবাই এর খুব কষ্ট হচ্ছে দাঁড়াতে,, ছেলেটার পায়ে বিশাল ব্যাথা,,, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো’।

 

Related Articles