সরস্বতী পুজোর দিনেও মন খারাপ অভিনেতা শন ব্যানার্জির, মিস করছেন নিজের কাছের মানুষ কে

গত ২৬শে জানুয়ারি ছিল প্রজাতন্ত্র দিবস এবং সেই সঙ্গে ছিল বাঙালিদের জন্য আরো একটি বিশেষ দিন সরস্বতী পুজো। কিন্তু এই একইদিনে আজ থেকে ৫ বছর আগে মারা গিয়েছিলেন টলিউডের একজন প্রিয় মানুষ, অভিনেত্রী সুপ্রিয়া দেবী। তাই এই দিনটা এলেই দিদার কথা খুব বেশি করে মনে পড়ে নাতি শন ব্যানার্জির। পুজোর দিনেও মন ভালো নেই অভিনেতার। বৃহস্পতিবার দিদার ছবি ইনস্টাগ্রামে দিয়ে শন লেখেন, “যদিও তুমি চলে গিয়েছ অনেক দিন হল। তবুও আমরা একসঙ্গেই আছি। আমাদের মধ্যে তুমি এখনও জীবিত রয়েছ দিদা।”
দিদার পথেই হেঁটেছেন অভিনেতা শন ব্যানার্জি। অভিনেতা হিসেবে ভালই পরিচিতি লাভ করেছে ইতিমধ্যেই। দিদার অনেক আদরের ছিলেন তিনি। দিদার কাছে ছোটবেলায় তার সব আবদার পূরণ হতো। তাই দিদাকে ছাড়া তার আজও মন টেকে না।
ছোটপর্দার একজন জনপ্রিয় অভিনেতা শন। স্টার জলসার একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে তাকে। শেষবার দেখা গিয়েছিল মন ফাগুন ধারাবাহিকে অভিনয় করতে। সবকটি ছবিতেই দর্শকদের থেকে বিপুল ভালোবাসা পেয়েছেন তিনি। খুব শীঘ্রই আবার নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন তিনি।