বাংলা সিরিয়াল

‘খড়ি আমাদের বাঙালিয়ানা কে রিপ্রেজেন্ট করছে আর ঈশা বাঙালি সংস্কৃতির গৌরব কে’খড়ি ঈশার মিশেল ঘটেছে আজকের খড়ির চরিত্রে দেখে মুগ্ধ দর্শক!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’। এই ধারাবাহিকে খড়ি ঋদ্ধির রসায়ন প্রথম থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে। খড়ি একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, যার জীবন যাপন খুব সহজ সরল, সে পড়াশোনাতেও খুব একটা উচ্চশিক্ষিত নয়, তবে তার গুণ আছে।খড়ি খুব ভালো জানে, অসম্ভব সুন্দর ডিজাইন করতে পারে সে। এই চরিত্রটাই একসময় স্মৃতিশক্তি হারিয়ে হয়ে ওঠে স্মার্ট ঈশা। কথায় কথায় সুন্দরভাবে ইংরেজি বলা, একটা আলাদা লুক সুন্দর মেকওভার এবং স্মার্ট হেয়ার স্টাইলে দর্শককে মুগ্ধ করে তোলে এই চরিত্রটিও।

এরপর যখন খড়ির স্মৃতি শক্তি আবার সে ফিরে পায়,ঈশা যখন নিজেকে খড়ি রূপে চিনতে পারে তখন খড়ি চরিত্রটার মধ্যে এক অভূতপূর্ব মিশেল লক্ষ্য করা যায়। এই চরিত্রের মধ্যে একই সাথে ভারতীয় সনাতন সংস্কৃতি যেমন ফুটে ওঠে তেমনি ফুটে ওঠে ভারতীয় সনাতন সংস্কৃতির গৌরব ঐতিহ্য। বাঙালি সংস্কৃতি যে কোন অংশেই কম নয় তা ফুটে উঠেছে খড়ি ও ঈশার চরিত্রের মধ্যে।

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে, “Acropoliis Entertainment Pvt. Ltd. কিন্তু মারাত্মক ভালো look set করে এটা বলতেই হবে। আমি বহুবার বলেছি যে খড়ি আমাদের বাঙালিয়ানা কে represent করে! লেখিকা আমাদের বাঙলী সত্তা কে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চান আর এটাই তার সবচেয়ে বড় উদ্দেশ্য! তবে আমরা বাঙালিরা যে কোনো অংশে পিছিয়ে নেই সেটাই খড়ির মাধ্যমে represent হচ্ছে!! খড়ি কে ঈশা হিসেবে ফিরে পাওয়ার পর আমরা কিন্তু দেখেছি যে ঈশা আধুনিক হয়ে ফিরেছে! তার modern dress up, ইংরেজি বলার দক্ষতা! কথা বলার মধ্যে smartness যেটা খড়ির মধ্যে missing ছিল কিন্তু ঈশার মধ্যে এসেছে!! ঈশা ই যে খড়ি সেটা আমরা সবাই জানি এমনকি ঈশা ও জানতে পেড়েছে স্মৃতি ফিরে না পেলেও!

ভালো করে খেয়াল করে দেখবে খড়ির স্মৃতি ফিরে পাওয়ার আগে খড়ির যেই লুক টা ছিল আর এখন যেই লুক টা আছে তার মধ্যে similarity আছে ঠিকই কিন্তু পুরোপুরি নয়! ঈশা খড়ির হয়ে গেলেও তার মধ্যে কিন্তু শুধু খড়ি নয় ঈশারূপী খড়ি কে দেখা যাচ্ছে! একদিকে খড়ির মতন শাড়ি গহনা আর অন্যদিকে ঈশার মতন কথা বলার smartness, hairstyle এগুলোর মধ্যে Changes এসেছে! এক কথায় খড়ি আমাদের বাংলা কে represent করছে আর অন্যদিকে বাংলা তথা বাঙালি জাতি যে কোনো অংশেই পিছিয়ে নেই সেটা ঈশার মাধ্যমে represnt করছে লেখিকা! লেখিকা কে অনেক ধন্যবাদ বাঙালীসত্ত্বা কে এত সুন্দরভাবে সবার সামনে আনার জন্য”

Related Articles