বাংলা সিরিয়াল

মেয়ে বেলা আসতে না আসতেই শেষ হয়ে যাচ্ছে গৌরী এলো! ধারাবাহিকের একটি প্রোমো নিয়ে শুরু হয়েছে বিতর্ক!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘গৌরী এলো’। এই ধারাবাহিকে দেখা যাচ্ছে যে, গৌরী হল ঘোমটা কালী দেবীর অবতার আর ঈশান হলো মহাদেবের অবতার। একটা ঘটনা চক্রে তাদের বিয়ে হয়ে গেলেও তারা পরবর্তীকালে একে অপরকে ভীষণ ভালোবেসে ফেলে এবং তাদের মধ্যে নানান অলৌকিক কান্ড কারখানা দেখানো হয়। যেমন গৌরীর মধ্যে দেবীত্ব প্রকাশ করা হয় গৌরী খাড়া হাতে ছুটে যাচ্ছে মা কালীর মতো মানুষকে মারছে। কখনো দেখানো হয় ঈশান তাকে ঠান্ডা করতে ছুটে গেছে এবং ঈশানের গায়ে গৌরীর পা লেগেছে তাই মা কালীর মতো সে নিজের জিভ বার করেছে।

এছাড়াও এই ধারাবাহিকে দেখানো হয় যে দেবাদিদেব মহাদেব যেমন বিষ হজম করেছিল তেমনি ঈশান‌ও বিষ হজম করেছে। এই বিষ হজম করতে সাহায্য করেছে গৌরী যেমনটা পুরানে দেখিয়েছিল যে, মহাদেব কে বিষ হজম করতে সাহায্য করেছিলেন দেবী তারা ঠিক তেমনি। এছাড়াও দেখা যায় যে, গৌরীর সংস্পর্শে নানা মানুষ ভালো হয়ে যাচ্ছে, গৌরীকে সবাই দেবীর স্থানে বসিয়ে শ্রদ্ধা ভক্তি করছে আর গৌরীও বিভিন্ন সময় দেবীর নানা অবতারে আবির্ভূত হচ্ছে।

সম্প্রতি ধারাবাহিকে দেখানো হয় যে, বারংবার গৌরীর ক্ষতি করবার চেষ্টা করে , গৌরীকে প্রাণে মারবার চেষ্টা করেও বিফল হয় শৈল মা। এরপর শৈলমা ঈশানের ক্ষতি করবার চেষ্টা করে। মোহিনীর ষড়যন্ত্রে ঈশানকে ফাঁসানোর চেষ্টা করে, এই সময় গৌরী তাকে ধরে ফেলে এবং ঘোমটা কালী মায়ের কাছে নিয়ে আসে তাকে, সেই সময় ত্রিশূল হাতে গৌরীকে মারবার চেষ্টা করে শৈল তখন ঘোমটা কালী মা তাকে শাস্তি দেয় এবং ধারাবাহিকে দেখানো হয় যে ত্রিশূল হাতে নিয়ে আস্তে আস্তে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে শৈল। এরপর ধারাবাহিকে তার মৃত্যু দেখানো হয়নি, তাকে অসুস্থ অবস্থায় দেখানো হয়েছে।

কিন্তু দর্শকরা বলছেন হয় শৈল মারা যাবে নয়তো গৌরী এলো শেষ হবে। কারণ? সান বাংলার নতুন ধারাবাহিক ফাগুনের মোহনার প্রোমোতে শৈল মাকে অর্থাৎ শৈল মা চরিত্রের অভিনেত্রী চান্দ্রেয়ীকে নতুন রূপে দেখা যাচ্ছে। একজন নেটিজেন তাই লিখেছেন যে,
“একি, সান বাংলার নতুন ধারাবাহিক ফাগুনের মোহনায় নতুন রূপে চান্দ্রেয়ী ঘোষ।

তবে কি শিঘ্রই ই শেষ হবে গৌরী এলো ধারাবাহিক?
নাকি শৈলমার মৃ*ত্যু দিয়েই গৌরী এলো ধারাবাহিকে চান্দ্রেয়ী ঘোষের পথচলা শেষ?”-শৈলর মৃত্যু যেহেতু দেখানো হয়নি তাই অনেকে মনে করছেন হয়তো গৌরী এলো ধারাবাহিক শেষ হয়ে যেতে পারে।

Related Articles