বাংলা সিরিয়াল

শুটিংয়ের শেষ দিনে চোখে জল সকলের! একবছরও টিকলো না, ৭ মাসের শেষ হয়ে গেল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘সাহেবের চিঠি’

যার শুরু আছে তার শেষ ও আছে। তবে কোনোকিছু তাড়াতাড়ি শেষ হয়ে গেলে মন খারাপটা বেশি হয়। তেমনি খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক সাহেবের চিঠি। মাত্র কয়েকমাস হলো এই ধারাবাহিক শুরু হয়েছিল টেলিভিশনের পর্দায়। এত অল্প সময়ের মধ্যেই এই ধারাবাহিক শেষ হয়ে যাবে তা কেউ কল্পনাও করেনি। ধারাবাহিকের কলাকুশলীরা দীর্ঘদিন ধরে কাজ করতে করতে বন্ধু পরিবারের মতন হয়ে ওঠে তাই শেষদিন খুব কষ্ট হয় সবার।

মাত্র ৭ মাসেই শেষ হয়ে গেলো সাহেবের চিঠি ধারাবাহিকের যাত্রা পথ। শেষদিনের শুটিং এ সকলেই আবেগপ্রবণ হয়ে গিয়েছে। ধারাবাহিকের হাত ধরে প্রথমবার জুটি বেঁধেছেন দেবচন্দ্রিমা সিংহ রায় এবং প্রতীক সেন। কিন্তু TRP রেটিং কম থাকার কারণে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক।

গতকালই এই ধারাবাহিকের শেষ শুটিং হয়েছে। ধারাবাহিকের বিভিন্ন দৃশ্য ভিডিও মাধ্যমে তুলে ধরে সকল কলাকুশলীদের ধন্যবাদ জানিয়েছেন দেবচন্দ্রিমা। বর্তমানে সব ধারাবাহিক গুলি TRP নির্ভর। TRP রেটিং ভালো থাকলেই ধারাবাহিকগুলি চলে নাহলে মাঝপথেই বন্ধ হয়ে যায়।

Related Articles