Love biye ajkal Love biye ajkal: ‘নায়িকার অভিনয় এতই চমৎকার যে এপিসোডের অর্ধেক সময় তাকে ডায়লগ দেওয়া হয় না!’লাভ বিয়ে আজকালের মতো প্রাইম স্লটের ধারাবাহিকে নায়িকার আনাড়ি অভিনয় রিস্ক বলে মনে করেন দর্শক!
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক লাভ বিয়ে আজকাল। এই ধারাবাহিকে দেখা যাচ্ছে যে, ভাগ্যের ফেরে বাধ্য হয়ে ওমকারের শর্ত মেনে ওমকারের মিথ্যে বউ সাজতে রাজি হয় শ্রাবণ। কতগুলো টাকার বিনিময়ে সে কন্ট্রাক্ট ম্যারেজের পেপারে সাইন করে, নিজের ভালোবাসাকে ভুলে সে এই বিয়েতে রাজি হয় তার কারণ তার দিদি মিথ্যে কেসে জড়িয়ে গেছে, তার দিদিকে তাকে ছাড়াতে হবে। এরপর ওমকারের সাথে তার দাদুর বাড়ি যায় সে, দাদুর মন জয়ের চেষ্টা করে, বাড়ির বউ এর মত লক্ষ্মী সংস্কারী বউয়ের মত আচরণ করে সে। অন্যদিকে ওঙ্কারের সৎ মা প্ল্যান করতে থাকে ওমকারকে মারার।
সেই প্ল্যান সাকসেসফুল হয় যখন একটা লরি ওঙ্কারের গাড়িতে ধাক্কা দেয় আর ওমকার জলের তলায় তলিয়ে গেলেও শ্রাবণ বেঁচে যায়। শ্রাবণ যখন বেঁচে ফিরে আসে তখন ওমকারের সৎ মা শ্রাবণকে ফাঁসানোর জন্য নতুন প্ল্যান করে আর সে ওমকারের খুনের যাবতীয় দায় শ্রাবণের ওপর চাপিয়ে দেয়। শ্রাবণকে যখন পুলিশ এরেস্ট করতে যাবে তখন সে নিজেকে নির্দোষ বলে দাবি করে আর সে যে আসল বউ নয় সেটাও বলতে যায় সেই সময় ওমকার চলে আসে আর ওমকার কে দেখে স্বাভাবিকভাবেই সবাই চমকে যায়।
তবে দর্শক চমকে উঠেছেন নায়িকার অভিনয় দেখে। লাভ বিয়ে আজকাল ধারাবাহিকের প্রথম থেকেই নায়ক ওম সাহানীর অভিনয় দেখে দর্শক খুশি হলেও নায়িকা চরিত্রে নবাগতা অভিনেত্রীর অভিনয় দেখে শুরু থেকে সমালোচনা শুরু করেছেন দর্শক আজ ও তার ব্যতিক্রম হয় নি। দর্শকের বক্তব্য, শোক হোক অথবা আনন্দ একেবারেই নায়িকা এক্সপ্রেশন ফোটাতে পারেন না।
সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে, “
নায়িকার অভিনয় এতোই চমৎকার যে এপিসোডের অর্ধেকটা সময় তাকে ডায়লগই বলতে দেখা যায় না। বলা ভালো তার জন্য স্ক্রিপ্টে সংলাপ লেখাও বোধহয় হয় না।
ডায়লগ ডেলিভারি + এক্সপ্রেশন যার এতো আনাড়ি তাকে এই প্রাইম স্লটে নায়িকা হিসেবে কেনো নিলো! এটা রিস্ক।
নাটকটা দেখার কোনো আগ্রহই পাওয়া যায় না।”