বাংলা সিরিয়াল

টিআরপিতে নেই তো কি? মিঠাই সেরা ছিল সেরা আছে সেরাই থাকবে, বেঙ্গল টপার নায়িকাদের হটিয়ে সেই ‘বাংলা সেরা’র মুকুট উঠলো সেই মিঠাই রানীর মাথাতেই!

বাংলা ধারাবাহিকের(Bengali Serial) ইতিহাসে এমন কিছু কিছু ধারাবাহিক আমাদের এতটাই আপন থেকে যায় যে সেটি শেষ হয়ে যাওয়ার পরেও দর্শক তাদের চরিত্রকে ভুলতে পারে না। বারবার সেই সমস্ত চরিত্র এবং ধারাবাহিকগুলি ফিরে পেতে চান টিভির পর্দায়। সেই সুদূর অতীত থেকে এখনো পর্যন্ত কিছু কিছু ধারাবাহিক রয়ে গিয়েছে যার চরিত্রগুলি আমাদের দর্শকদের মনে দাগ কেটে গিয়েছে।

সিরিয়াল বা সিনেমা ঠিক তখনই জনপ্রিয় হয়ে ওঠে যখন তার গল্পের জোর থাকে। যখন তার পরিবেশ না একদম ঠিক হয় এবং অভিনয়ের দিক থেকে সকলেই নিজের দক্ষতা প্রমাণ করে। কখনোই কোন গল্প একজনের ওপর নির্ভর করে গড়ে ওঠে না। আর ঠিক এমন ধরনের গল্প এখনো পর্যন্ত খুব কম দর্শকদের মনে সাড়া ফেলেছে। এর কারণ বেশিরভাগ ক্ষেত্রেই সিরিয়ালের অকৃত্রিমতা।

তবে সে দিক থেকে দেখতে গেলে মিঠাই(Mithai) কিন্তু একেবারে দশে দশ। বা আরো দু তিন নম্বর যদি বেশি দিয়ে দেওয়া যায় তাতে কেউ কিছু মনে করবে না। দু বছর হয়ে গেল এই ধারাবাহিক সমান জনপ্রিয়। আজকের প্রজন্ম থেকে শুরু করে মা কাকিমা জেঠু জেঠিমা বয়স্করা সবাইকেই যেন মিঠাই আপন করে নিয়েছে। মিঠাইকেও তারা ততটাই আপন করে নিয়েছে। অন্তত সোশ্যাল মিডিয়ার পর্দায় চোখ রাখলে সেই দৃশ্য বারবার ফেরত আসে।

আসলে ধারাবাহিকে এখন মিঠাইয়ের মৃত্যু হয়েছে। তার বদলে মিঠি এসেছে। যতই মিঠিকে মিঠাইয়ের মতন দেখতে হোক না কেন কোথাও গিয়ে দর্শক এখনো উচ্ছেবাবু আর মিঠাইয়ের কেমিস্ট্রি ভীষণভাবে মিস করছে। তাই বারবার চ্যানেল কর্তৃপক্ষর কাছে দাবি করছে মিঠাইকে যেভাবেই হোক ফিরিয়ে আনা হোক। অন্যদিকে টিআরপির তালিকাতে চোখ রাখলে দেখা যায় মিঠাই চলে যাওয়ার পর থেকেই টিআরপি কমতে শুরু করেছে। একটা সময় প্রথম হওয়া ধারাবাহিক এখন নয় দশ নম্বরে নেমে এসেছে। তার জায়গা নিয়ে নিয়েছে নতুন শুরু হওয়া ধারাবাহিক গুলো।

কিন্তু টিআরপির তালিকাতে তলায় হয়ে গিয়েছে মানে তার জনপ্রিয়তাতে ভাটা পড়েছে এমনটা নয়। মিঠাই রানী আরো একবার প্রমাণ করে দিল টিআরপিতে টপ করলে যে জনপ্রিয়তা পাওয়া যায় এমনটা নয়। ডিসেম্বর মাসে মিঠাই মোস্ট পপুলার ফিকশন চরিত্র হিসেবে সেটার খেতাব জিতে নিয়েছে। যেখানে তার সঙ্গে লড়াই গিয়েছিলেন বেঙ্গল টপার সব নায়িকারা। কিন্তু মিঠাই তো মিঠাই। সবাইকে টপকে Ormax Media থেকে এই স্বীকৃতি পেয়েছে মিঠাই।

Related Articles