বাংলা সিরিয়াল

১৮৯০ যুগেই আটকে গেছে মিঠাইয়ের লেখিকা! সব সময় মেয়েদের ছোট করে দেখানো! আবার সিড-মিটাইয়ের মাঝে তৃতীয় ব্যক্তি আসতেই খেপে লাল দর্শক

একদিকে গুঞ্জন জোড়াল হচ্ছে যে মিঠাই(Mithai) ধারাবাহিক শেষ হয়ে যাবে। অন্যদিকে একটার পর একটা নতুন চরিত্র এসে হাজির হচ্ছে ধারাবাহিকে। যদিও চ্যানেল কিংবা পরিচালকের তরফে জানানো হয়েছে আপাতত মিঠাই ধারাবাহিক শেষ হওয়ার কোনো খবর নেই। দীর্ঘ সমস্যা কাটিয়ে অবশেষে এক হয়েছে সিদ্ধার্থ এবং মিঠাই। তাই তাদের একটু স্পেশাল মোমেন্ট দেখবে বলে যখন দর্শক বসে আছে তখনই কোন না কোন গন্ডগোল হয়ে যাচ্ছে।

ধারাবাহিকে মিঠি পর্ব আপাতত অতীত। মিঠির সঙ্গে বিয়ে হয়েছে মিঠাইয়ের ডাক্তার রোহিতের। পাশাপাশি সিডের এক্সট্রা দরদ দেখে অনেকেই চটে ছিলেন। তাই মিঠি আপাতত ধারাবাহিক থেকে বিদায় নিতে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলছে। কিন্তু এর মাঝেই উপস্থিত আর এক নতুন টুইস্ট। হাজির সিডের প্রাক্তন প্রেমিকা।

শুরু থেকেই মিঠাই একটার পর একটা লড়াই করে চলেছে সিডকে পাওয়ার জন্য। প্রথমে তোর্সা, তারপর মিঠি। যদিও এই সমস্যা সরে গেলেও নতুন করে আবার ঝামেলা আসতে চলেছে মোদক বাড়িতে। যে কারণে বেজায় রাগলেন ভক্তরা। একই সঙ্গে মিঠাইয়ের লেখিকাকে তুলোধনা করে ছেড়েছেন দর্শক। অনেকেই দাবি করেছেন তার গল্পের মধ্যে কোন নতুনত্ব নেই বরং ১৮ শতকের গল্পকে ঘুরিয়ে ফিরিয়ে হাজির করছেন ধারাবাহিকে।

এক ভক্ত সেই নিয়ে রাগ উগরে লিখেছেন,’রাখি মাসি যে কত টা backdated mentality নিয়ে গল্প লিখছে তা মিঠাই এর present story দেখলই বোঝা যায় 2023 এসেও তার চিন্তা ভাবনা সেই ১৮৯০ যুগেই আটকে আছে always male dominating

মেয়েদের লেখা পড়া শিখতে নেই কখনো মেয়ে কে দেখে ছেলেরা ক্রাশ খেতে পারে না always উলটো জিনিস বার বার repeat হবে তাও ভালো

যত jealousy যত হিংসা সব মেয়ে দের
তা ছাড়াওআরো অনেক কিছুদেখে বোঝা যায়’।

Related Articles