বাংলা সিরিয়াল

‘মিঠাই শেষ হ‌ওয়ার পর নায়ক,নায়িকা নয় সমরেশ মোদকের চরিত্র বিশ্লেষণে মুখর দর্শক!’কৌশিক চক্রবর্তীর অভিনয় দক্ষতায় মুগ্ধ দর্শক!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। দেড় বছরেরও বেশি সময় ধরে চলা এই ধারাবাহিক এইবার শেষ হচ্ছে, এই ধারাবাহিক এতদিনে দর্শকদের কাছে ইমোশন হয়ে গেছে,মনোহারা বাসীকে সবাই ভালবেসে ফেলেছে, কিন্তু মিঠাই যখন শেষ তখন এই ধারাবাহিকের বিভিন্ন চরিত্র নিয়ে দর্শক বিশ্লেষণ শুরু করেছেন,এই ধারাবাহিকের একটি চরিত্রের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন দর্শক,না তিনি নায়ক অথবা নায়িকার চরিত্র নয়, তিনি হলেন নায়কের বাবা।

মিঠাই ধারাবাহিকটি যখন শুরু হয়েছিল তখন এই ধারাবাহিকটি একটি যৌথ পরিবারের গল্প নিয়ে শুরু হয়েছিলো,যেখানে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র ছিল সিডের বাবা সমরেশ মোদক। সিদ্ধার্থর সাথে সমরেশ মোদকের সম্পর্কটা ছিলো সম্পূর্ণ অন্যরকম। বাবা ছেলের মধ্যে একটা দূরত্ব ছিলো,মিঠাইয়ের কারণে যে দূরত্ব রীতিমত কমে গিয়েছিলো, আর তাই মিঠাইয়ের সাথে একটা মিষ্টি সম্পর্ক গড়ে উঠেছিলো সমরেশ মোদকের।

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,
“#মিঠাই
শেষবারের মতন হারিয়ে ফেলার আগে,,, মনোহরার সকল চরিত্রদের নিয়ে একটু বিশ্লেষণ……

….সমরেশ মোদক….
আমাদের সবার প্রিয় ও ভীষন কাছের একটি ধারাবাহিক “মিঠাই” ।।।। তার প্রতিটা চরিত্রই ভীষণই গুরুত্ত্বপূর্ণ ও তাৎপর্য পরায়ণ। প্রতিটা চরিত্রেরই এক বিশেষ ভূমিকা রয়েছে ধারাবাহিকে… সেরকমই একটি চরিত্র হলো “সমরেশ মোদক ” সম্পর্কে তিনি হলেন সিদ্ধার্থের “বাবা”,, মিঠাইয়ের শ্বশুর …., সিদ্ধেশ্বর মোদক Group এর কর্ণধার
সর্বোপরি মোদক পরিবারের ‘বড়বাবু’
মনোহরার এক অত্যন্ত misunderstood একটি মানুষ হলো এই সমরেশ
প্রথমে ওনার স্ত্রী অন্যের প্রবঞ্চনার ফাঁদে পা দিয়ে ভুল বুঝেছিলেন নিজের স্বামীকে
আর সেই রেশ ধরে নিজের হৃদয়ের টুকরো,, নিজের ছেলে ও বাবাকে ভুলবুঝে দূরে ঠেলে দিয়েছিল
বাবা শাসন করলে মুখে মুখে পাল্টা তর্ক করতো,, তখন একমাত্র আশা-ভরসাই ছিল তার একমাত্র কলিজার টুকরো, তার কন্যা,, “শ্রীতমা মোদক” ,, যে অন্তত তার বাবার প্রতি বিশ্বাস না হারিয়ে, তার পাশেই থাকবে ।

। স্ত্রী-ছেলের থেকে দিনের পর দিন এরকম বঞ্চিত – অপমান সহ্য করতে করতে,, কখন যে একটা ভীষন কঠোর মানুষ হয়ে উঠলেন উনি,, ধরতে পারবে না কেউ
কিন্তু ওই যে মনোহরার ময়দান বেষ্টিত সংলগ্ন অঞ্চলে একদিন ঘন্টায় ৭৫কিমি বেগে এক দমকা হাওয়া বয়ে গেল,,, ব্যাস সেই হাওয়ার দাপটে মনোহরার রূপই পাল্টে যেতে লাগলো
পাল্টে যেতে লাগলো সব ভাঙাচোরা সম্পর্কগুলো… সেই দমকা হাওয়ার নামই হলো “মিঠাই…” সমরেশও প্রথমে এই দমকা হাওয়ার বর্ষণে গা ভিজাতে চায়নি,,, কিন্তু প্রবল বর্ষণ হলে গায়ে জল তো পড়বেই… যেমন ভাবা ,, তেমন কাজ একদিন যে সমরেশ মিঠাইকে “কালসাপ” বলতেও পিছুপা হয়নি,, ছেলের সাথে divorce করাতেও এক পা বাড়িয়েই ছিল,, সেই সমরেশকেই যখন মিঠাই জীবনের “চির বদনামের” হাত থেকে বাঁচালো,, ছেলে-মেয়ের সামনে এতটুকু তার মান খোয়াতে দিলো না ,,, ছেলের সাথে এত বছরের তিক্ততার সম্পর্ক যখন মসৃন এর পথে শুধুমাত্র সেইই মিঠাইয়ের জন্যই
তখন মিঠাইকে “নিজের মেয়ে” ভাবতেও দুবার ভাবেননি।।

আসলে সমরেশ মোদক একদম একটা “নারকেলের” মতন,,, “বাইরেটা শক্ত,, আর ভিতরটায় টলটলে জল….”
আর এই “সমরেশ মোদক” এর চরিত্রে অভিনয় করছেন শ্রীযুক্ত কৌশিক চক্রবর্তী।। কৌশিক স্যার সিনেমা, ধারাবাহিকের এক অনন্য দাপুটে দরাজ ধারী অভিনেতা ,,, কিন্তু “সিডের বাবা” মতন একজন multishades চরিত্রে অভিনয় করে উনি মানুষের হৃদয়ের বড্ড কাছে পৌঁছে গেছেন
প্রনাম নেবেন স্যার, ভালো থাকবেন”

Related Articles