বাংলা সিরিয়াল

‘স্বয়ম্ভূর ভাই রায়ান! জগদ্ধাত্রীর মতো মুকুটেও নায়কের সেরকম কোন ডায়লগ নেই, উপস্থিতিও নেই!’ মুকুট দেখে বললেন দর্শক!

জি বাংলার সদ্য শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘মুকুট’। নারী পাচারের প্রেক্ষাপটে এই গল্প লেখা। এই ধারাবাহিককে দেখা যায় যে, নায়িকা ও তার বাবা দুজনে মিলে যখন মা দুর্গার মূর্তি তৈরি করছে তখন নায়িকা মুকুট দেবী দুর্গার হাতে অস্ত্র নামিয়ে রেখে সেখানে ফুল তুলে দেয়, তখন সবাই মুকুটের এই আচরণ দেখে অবাক হলে মুকুট বলে যে মা দুর্গা কি খালি চন্ডী তিনি তো ভালোবাসার দেবী গৌরীও।

কিন্তু এরপর যখন একটি মেয়েকে তার বিয়ের রাতে ই তুলে নিয়ে যাওয়া হয় তখন এই মুকুট‌ই অস্ত্র তুলে নেয় হাতে। বর্তমানে এই ধারাবাহিকে দেখা যাচ্ছে যে নারী পাচারকারীদের হাত থেকে বাঁচবার জন্য মুকুট দোলের সাথে রায় চৌধুরী বাড়িতে গিয়েছে।

এই ধারাবাহিকে রায়ান আছে,সেই হলো এই ধারাবাহিকের নায়ক কিন্তু এই ধারাবাহিকে মুকুটের অভিনয় যতটা বেশি নায়ক রায়ানের অভিনয় ততটাই মৌন, গল্পে তার যেন কোনো ভূমিকাই নেই সে বড্ড বেশি চুপচাপ। এই গল্প দেখে দর্শকরা জি বাংলার একটি অপর ধারাবাহিক জগদ্ধাত্রীর সাথে মিল খুঁজে পাচ্ছেন মুকুট ধারাবাহিকের। কারণ এইরকমই চুপচাপ চরিত্র হলো জগদ্ধাত্রী ধারাবাহিকের নায়ক স্বয়ম্ভূ। জগদ্ধাত্রীর ধারাবাহিকে যতটা ডায়লগ থাকে তার থেকে অনেকাংশে কম ডায়লগ থাকে স্বয়ম্ভূর। কিছু কিছু ক্ষেত্রে স্বয়ম্ভূর কোন ডায়লগই থাকে না, এমনকি তার স্ক্রিন প্লেও খুব কম দেখানো হয়।

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“মুকুট আর রায়ান
রায়ান একদম স্বয়ম্ভুর মতো চুপচাপ। দেখে মনে হয় স্বয়ম্ভুর ভাই। ডায়লগ খুব একটা থাকে না
সিন খুব একটা বেশি থাকে না।
রায়ানের ডায়লগ একটু বেশি রাখা দরকার
যতোই হোক ও নায়ক বলে কথা।”

Related Articles