বন্ধ হতে বসা সরস্বতী পুজো নিজের দায়িত্বে শুরু করবে পর্না! ‘নিম ফুলের মধু’র নতুন দৃশ্য দেখে ধারাবাহিকের গল্পের প্রশংসায় মাতলেন অনুগামীরা

এই মুহূর্তে জি বাংলার একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মতো যেখানে মুখ্য ভূমিকা অভিনয় করতে দেখা যাচ্ছে কে আপন কে পর ধারাবাহিক খ্যাত অভিনেত্রী পল্লবী শর্মা এবং জনপ্রিয় টলিউড অভিনেতা রুবেল দাসকে। প্রসঙ্গত প্রথমবার ছোট পর্দায় জুটি বাঁধতে দেখা গিয়েছে তাকে এবং ধারাবাহিকের সম্প্রচার শুরু হওয়ার অতি অল্প দিনের মধ্যেই দর্শকদের ঘরে ঘরে পৌঁছে যেতে সক্ষম হয়েছেন তারা।
তবে এবার ধারাবাহিকের গল্পকে প্রশংসার ফুরিয়ে তুলতে দেখা গেল অনুগামীদের একটি বড় অংশকে। কারণ ধারাবাহিকের গল্প অনুযায়ী সম্প্রতি দর্শকরা দেখতে পেয়েছেন নিজেদের বাড়ির বন্ধ হতে বসা সরস্বতী পূজা আবার নিজের দায়িত্বে চালু করতে চলেছে ধারাবাহিকের নায়িকা পর্না।
প্রথম থেকেই সকলের সাহায্য না পেলেও তার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে দেখা গিয়েছে বাড়ির অনেককেই পাশাপাশি পারা প্রতিবেশীদের সহায়তা নিতে সক্ষম হয়েছে সে। এই গল্প দেখার পর ধারাবাহিকের অনুগামীদের একটি বড় অংশ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন যে সমস্ত বদল গুলি দরকার ছিল ধারাবাহিককে দেখানো এই একান্নবর্তী পরিবারটিতে, তা সফলভাবে তুলে ধরতে সক্ষম হচ্ছেন ধারাবাহিকের নির্মাতারা। ফলস্বরূপ আরো একবার দর্শকদের মন জয় করেছে নিম ফুলের মধু।