বাংলা সিরিয়াল

‘কে বলেছে সে আমাদের মধ্যে নেই’ – মিঠাই রানীর পোস্ট ঘিরে তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়! এবার তাহলে কে থাকছে পর্দায় মিঠি না মিঠাই?

বর্তমানে জি বাংলার নতুন জনপ্রিয় একটি ধারাবাহিক হলো ‘মিঠাই’। শুরু হবার পর থেকে দীর্ঘ দু’বছর ধরে টানা জনপ্রিয়তার শীর্ষে ছিল এই ধারাবাহিক। ধারাবাহিকের মুখ্য চরিত্র উচ্ছেবাবু এবং মিঠাইয়ের চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন দুজন কলাকুশলী। অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবং অভিনেতা আদৃত রায় পর্দার মিঠাই এবং উচ্চেবাবু হিসেবে দর্শকের মন জয় করেছেন। যদিও শুধু এটুকু বললে ভুল হবে শুধু মিঠাই বা উচ্ছেবাবু নয় মনোহরার প্রত্যেক সদস্য দর্শকের ভীষণ পছন্দের।

কিন্তু হঠাৎ এই ধারাবাহিক জনপ্রিয়তার শীর্ষ থেকে নিচে নেমে যায়। ধারাবাহিকের দর্শকেরা জানবেন ইতিমধ্যেই মিঠাইয়ের মৃত্যু হয়েছে। তারপরে কেটে গিয়েছে বেশ কয়েকটি বছর। সিদ্ধার্থ এখন স্ত্রীর খুনিদের ধরার জন্য পুলিশ অফিসার হয়েছে। এসবের মধ্যেই এন্ট্রি হয়েছে ধারাবাহিকের নতুন চরিত্র মিঠির। যে হুবহু দেখতে মিঠাইয়ের মত। আবার তার সাথে সিদ্ধার্থের বিয়ে হয়েছে ইতিমধ্যেই।

এ কথা ঠিক যে মিঠি যেহেতু একদম হুবহু মিথাই এর মতো দেখতে তাই অনেকেই ভেবেছিল মিঠি হয়তো আবার মিঠাইয়ের রূপে এন্ট্রি নিয়েছে। যদিও একটি প্রমোপ্রকাশের পর এই ধারণা ভেঙ্গে গিয়েছে দর্শকের। কারণ সেই নতুন প্রমোতে দেখানো হয়েছে মিঠি থাকার পরেও স্বশরীরে হাজির হয়েছেন মিঠাই রানী।

প্রসঙ্গত এই নতুন প্রমোতে দেখানো হয়েছে মিঠাইয়ের উচ্ছেবাবু আহত অবস্থায় পড়ে রয়েছে একটি জায়গায়। এই সময়ে মিষ্টি নামের একটি মেয়ে তাকে এসে জল দেয়। এরপরেই বাচ্চাটিকে খুঁজতে খুঁজতে আসে মিঠাই। কিন্তু এই প্রমো না আসতেই প্রচুর প্রশ্ন জেগেছে মানুষের মনে। কারোর প্রশ্ন এবার তাহলে মিঠির কি হবে? আবার কেউ প্রশ্ন করছেন তাহলে কী মিঠি মিঠাই নয়?

এত জল্পনা কল্পনার মাঝে মিঠাই চরিত্রে অভিনয়কারী অভিনেত্রী সৌমি তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। এবং ক্যাপশনে লিখেছেন, ‘কে বলেছে সে আমাদের মধ্যে নেই?’এবার হঠাৎই অভিনেত্রীর নিজের প্রোফাইল থেকে এমন একটি পোস্ট দেখে দর্শকের প্রশ্ন যেন আরো গারো হয়ে যায়। অনেকেই বলছেন তাহলে কী মিঠাই আসার পর মিঠি বিদায় নেমে ধারাবাহিক থেকে? তবে মিঠির বেশকিছু অনুরাগী আছেন যারা বলছেন মিঠি মিঠাই রূপে থেকে গেলে ভালো হয়। আবার অনেকেই বলছেন যে এবার ধারাবাহিক থেকে মিঠিকে বিদায় নেওয়াই ভালো। এবার শুধু এটাই দেখার যে ধারাবাহিক কোন নতুন পর্যায়ে মোড় নেবে।

Related Articles