বাংলা সিরিয়াল

ছিল গ্রামের সহজ সরল মেয়ে সেই থেকে বেহুলা! গাঁজাখুড়ির একটা লিমিট থাকে! রাঙাবউ এবার বেহুলার মত বরের প্রাণ বাঁচাচ্ছে! চূড়ান্ত খিল্লি সোশ্যাল মিডিয়ায়

বেহুলার গল্প কাহিনী আমরা সকলেই জানি। মনসামঙ্গলের এই কাহিনী একাধিক বার টেলিভিশনের পর্দায় ভেসে উঠেছে। আর সেই কাহিনী আমাদের অনেকের ভীষণ প্রিয়। কিন্তু অতীতের সেই কাহিনী যদি বর্তমানে দেখানো হয় সেটা কি মেনে নেওয়া যায়?

তবে এবার সেটাই হল। বেহুলার স্ক্রিপ্ট হুবহু নকল করে ফেলল রাঙা বউ। এই ধারাবাহিকে স্বামীকে মৃত্যুর হাত থেকে বাঁচালো নায়িকা। যা দর্শকদের মনে করিয়ে দিল বেহুলার গল্প। যারা রাঙাবউ(Rangabou) ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা জানেন চাপে পড়ে পাখি এবং কুশের আশঙ্কা বিয়ে হয়ে যায়। প্রথমে ঝামেলার সূত্রপাত হলেও ধীরে ধীরে তাদের সম্পর্কটা ঠিক হয়। গ্রামের মেয়ে পাখি শহরে এসে একটু চাপে পড়েছে শ্বশুরবাড়ির। শ্বশুর বাড়ির কিছু লোক তার ক্ষতি করার চেষ্টা করছে।

সম্প্রতি জি বাংলায়(Zee Bangla) শুরু হওয়া এই ধারাবাহিকটির মুখ্য ভূমিকায় রয়েছে শ্রুতি দাস(Shruti Das) এবং গৌরব রায়চৌধুরী(Gourab Roychowdhury)। শ্রুতি গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করছেন অন্যদিকে কুশ অভিজাত এক বনেদী পরিবারের ছেলে। কুশের বৌদি এবং বোন হিসেবে কখনোই পাখিকে মেনে নিতে পারেনি।

সেই চরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা মজুমদার। গৌরী এলো ধারাবাহিকে অঙ্কিতা ভালো চরিত্রে অভিনয় করলেও এখানে খলনায়িকার ভূমিকায় অভিনয় করছেন। ধারাবাহিকে ভালো-মন্দ দুই রকমের দর্শকই পাওয়া যায়। তবে সম্প্রতি এমন এক কাণ্ড ঘটানো হয়েছে এই ধারাবাহিকে যা দেখে চোখ কপালে উঠেছে দর্শকদের। এই ঘটনা গাঁজাখুরি তো বটেই বাস্তবের সাথে কোন মিলই নেই। থাকতেও পারে না। কারণ রাঙাবউ বেহুলা হয়ে বরের প্রাণ বাঁচাচ্ছে।

সেই নিয়ে একনেটিজেন সরাসরি খিল্লি করে লিখেছেন,’ ও এম জি!!!! পাখি মরা মানুষ কে বাচিয়ে তুললো (স্টার জলসার বেহুলা সিরিয়াল কে কপি)। বেহুলা না নয় পৌরাণিক কাহিনি অবলম্বনে ছিলো, আর রাঙা বউ তো বর্তমান যুগের কাহিনী অবলম্বনে তৈরি, তাহলে এসব কোন লেভেলের গাজাখুরি?’

Related Articles