বাংলা সিরিয়াল

‘আসল মিঠি অনেক আগেই মারা গেছে! মিঠি ই স্মৃতিভ্রস্ট মিঠাই! র‌ওশন বাজাজের সন্দেহ‌ই সত্যি’, ইনভেস্টিগেশন করে জানতে পারল সিদ্ধার্থ!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাইতে দেখা যাচ্ছে মিঠাই মারা যাওয়ার পর সম্পূর্ণ মিঠাই এর মত দেখতে একটি মেয়ে মনোহারায় উপস্থিত হয়েছে তার নাম মিঠি। তার বাড়ি অনেক দূরে সে তার বাড়ি থেকে বাবার কাছ থেকে পালিয়ে এসেছে কারণ তার বাবা একজনের সাথে তার বিয়ে দিতে চায় যাকে তার পছন্দ নয়।

তাই সে মনোহরায় প্রথমে সিদ্ধার্থ ও মিঠাইয়ের ছেলে শাক্যর টিউটর হিসেবে যোগ দেয়। এই মেয়েটি ভীষণ রকম আধুনিক এবং তার পোশাক চালচলন কথাবলার ধরণ কোনটাই মিঠাইয়ের সাথে মেলে না।

গোপালের পুজো থেকে শুরু করে রান্নার র টুকু সে জানেনা। মিঠি মনোহরাতে আসার পর মিঠির বাবা মহেন্দ্র বিশ্বাস মনোহরায় আসে মিঠির খোঁজে, তখন মনোহরা অর্থাৎ মোদক পরিবারের সকল সদস্যরা মিঠিকে মিঠাই হিসেবে পরিচয় করায়। বর্তমানে সিদ্ধার্থ একটি অপারেশনে গেছে যেই অপারেশনে তার লাইফ রিস্ক আছে, তাই মিঠিও সিদ্ধার্থের পিছনে পিছনে গেছে এবং সিদ্ধার্থর হেল্প করবার জন্য গুন্ডাদের সমস্ত ছবি তুলে রাখে।

এই গুন্ডাদের মধ্যে একজন গুন্ডা মিঠি কে দেখে চিনতে পারে কারণ সে মিঠাই এর মৃত্যুর সঙ্গে জড়িত। অন্যদিকে মিঠির কোন গুণ মিঠাইয়ের সাথে না মিললেও মনের দিক থেকে মিঠাই যেমন নিজের আগে অপরের কথা ভাবতো মিঠি অনেকটা সে রকম। একজন দর্শক অনুমান করছেন মিঠি মিঠাই।

গল্পটা পরবর্তীতে কিভাবে এগোতে পারে তা অনুমান করে তিনি লিখেছেন। ওই ভক্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,“ মিঠিই_মিঠাই

রওশন বাজাজের সন্দেহই সত্যি হবে। প্রথমে রওশন বাজাজ একা সন্দেহ করে মিঠির গোড়া জানতে ইনভেস্টিগেশন করবে। পরে এই সন্দেহ আস্তে আস্তে সিডের মনেও ঢুকবে। আর সিডই বের করবে যে এখন যে মিঠির পরিচয়ে আছে সে আসলে মিঠাই অতীত ভুলে গেছে। মিঠি নামের মেয়েটা বেঁচে থাকলেও হয়তো অনেক আগে ঘর থেক্ব পালিয়েছে, নয়তো মারা গেছে।”

Related Articles