বাংলা সিরিয়াল

পাঁচ বছর পর ফিরছেন রান্নাঘরের রানী! জি বাংলার রান্নাঘরে নিজের আসন দখল করতে আসছেন সোনালী চৌধুরী, সামলাবেন সঞ্চালনার গুরুদায়িত্ব

সোনালী চৌধুরী(Sonali Chowdhury), বাংলা টেলিভিশন পর্দার অত্যন্ত জনপ্রিয় এক নাম। তার অভিনয় দক্ষতা প্রশ্নাতীত। তবে অভিনয়ের পাশাপাশি সঞ্চালনার দায়িত্ব পালন করেও দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন সোনালী। বর্তমানে ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি'(Bodhiswattar Bodbuddhi) ধারাবাহিককে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। জি বাংলার (Zee Bangla)পর্দা থেকে খুব শীঘ্রই বিদায় নেবে এই ধারাবাহিক। তবে ধারাবাহিক বিদায় নিলেও এই মুহূর্তে জি বাংলাকে ছাড়ছেন না তিনি। ফিরছেন তার নতুন জার্নিকে ফেরত নিয়ে।

‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’ ধারাবাহিকটি শেষ হতে না হতেই ছোট পর্দায় নতুন গুরু দায়িত্ব নিয়ে ফিরছেন তিনি। জি বাংলার রান্নাঘরের (Zee Bangla Rannaghor)সঞ্চালনার দায়িত্ব সামলাবেন পাঁচ বছর পর। যদিও খুব শীঘ্রই শেষ হতে চলেছে জি বাংলার রান্নাঘর। বর্তমানে ১৭ বছরের জার্নি শেষ করতে চলেছে এইসব। বিকেল হলেই বহু ঘরণী না অফিসের তা মহিলারা এই রিয়েলিটি শোতে বুঁদ হয়ে বসে থাকেন।

তাই বিদায় বেলায় বিশেষ অতিথি হিসেবে এই শহোস করতে দেখা যাবে সোনালী চৌধুরীকে। ২০০৫ থেকে ২০১৭ পর্যন্ত টানা ১২ বছর সপ্তাহ আনতে বিশেষ পর্ব গুলির রান্নাঘরের দায়িত্ব সামলে ছিলেন সঞ্চালিকা। তাই বিদায় বেলায় এই শোতে ফিরতে পেরে খুশি তিনি। বড়দিনের বিশেষ পর্বে জি বাংলার রান্নাঘর সামলানোর দায়িত্ব নেবেন তিনি।

যদি এই শোকে নিয়ে বিতর্কের কোনো শেষ ছিল না। যার প্রধান কারণ ছিলেন অনুষ্ঠানের প্রধান সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়কে ঘিরে। বিভিন্ন সময় বিভিন্ন আলটপকা মন্তব্যের কারণে মাঝেমধ্যেই নেটিজেনদের রোষানলে পড়েছিলেন তিনি। যে কারণে একাধিকবার দাবি উঠেছিল সঞ্চালিকা পরিবর্তনের। তবে রান্নাঘরে তার জনপ্রিয়তার কথা মাথায় রেখে অনুষ্ঠান নির্মাতারা সেই পথে এগোয় নি। তার থেকে এই শো শেষ করে দেবার চিন্তা করেছেন তারা। তবে রান্নাঘর শেষ হওয়ার কথা জানার পর মন ভার অনেকের। আবার কবে এরকম শো জি বাংলার পর্দায় আসবে জানা নেই কারোর।

 

View this post on Instagram

 

A post shared by Sonalee Chaudhuri (@itsmesonalee)

Related Articles