এবার সারেগামাপা তে আসবে মিঠাই! সোনু নিগম আর সৌমিতৃষা কুন্ডু এক ফ্রেমে!আনন্দে আত্মহারা হয়ে উঠেছেন মিঠাই ভক্তরা!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। এই ধারাবাহিকে দেখা যায় যে, মিঠাই মারা গেছে, মিঠাই মারা যাওয়ার পর বেশ কয়েক বছর পেরিয়ে গেছে, ইতিমধ্যে শাক্য ও বড় হয়ে গেছে, এইবার মিঠাই এর মতো একই রকম দেখতে একটি মেয়ে মিঠি মনোহরাতে এন্ট্রি নিয়েছে, সে শাক্যর টিউটর হিসেবে মনোহরাতে প্রবেশ করেছে, পরবর্তীতে দেখা যায় যে, মিঠির সাথেই ঘটনা সূত্রে বিয়ে হয়ে যায় সিডের। যদিও সিড এই বিয়ে কোন মতেই মেনে নিতে পারছে না, তবে মিঠি আসায় যে শাক্যর মধ্যে কিছু পরিবর্তন এসেছে সেটা সেও এক বাক্যে মেনে নিয়েছে।
এই ধারাবাহিকে মিঠিকে দেখার পর অধিকাংশ দর্শক মনে করেন যে, মিঠি মিঠাই। আবার কেউ কেউ মনে করেন যে,মিঠি আসলে মিঠাই নয়। এই মিঠি ও মিঠাই উভয় চরিত্র করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন যিনি তিনি হলেন জনপ্রিয় অভিনেত্রীর সৌমিতৃষা কুন্ডু।
এই ধারাবাহিকের আগে ‘কনে বউ’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি, এছাড়া ‘এ আমার গুরুদক্ষিণা’ ধারাবাহিকেও অভিনয় করেছিলেন অভিনেত্রী। সৌমিতৃষার অভিনয় সকলের এতটাই ভালো লাগে যে প্রচুর ফ্যান ফলোয়ার্স আছে তার সোশ্যাল মিডিয়ায়।
এই সব ফ্যান ফলোয়ার্সরা তার বিভিন্ন পোস্ট ও আপডেটেড জন্য সোশ্যাল মিডিয়ায় রীতিমত মুখিয়ে থাকেন। সম্প্রতি সৌমিতৃষা একটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে যে, একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী যেখানে দেখা যাচ্ছে সংগীত জগতের জনপ্রিয় গায়ক সনু নিগমের সাথে রয়েছেন সৌমিতৃষা।
‘Ab muje rat din’গানটা ব্যাকগ্রাউন্ডে বেজেই চলেছে,ব্ল্যাক কালারের ড্রেসে সৌমিতৃষাকেও দারুণ লাগছে। প্রচুর মানুষ এই ছবিটি দেখে লাইক, কমেন্ট করেছেন। অনেকেই লিখেছেন যে, পছন্দের গায়ক আর পছন্দের অভিনেত্রীকে একফ্রেমে দেখার মজাই আলাদা। জি বাংলা সারেগামাপার মঞ্চে এই ছবি তুলেছেন তারা! যা দেখে দর্শকরা বলছেন যে,তা হলে সারেগামাপা তে খুব শীঘ্রই আসবেন মিঠাই!
View this post on Instagram