Uncategorizedবাংলা সিরিয়াল

জি বাংলার টাইম স্লটে আসতে চলেছে বড়সড় রদবদল, ২৭শে মার্চ থেকে ফলো করা হবে এই শিডিউল, জেনে নিন আপনার পছন্দের ধারাবাহিক কখন সম্প্রচারিত হবে

টিআরপি কম থাকলে সে যেই ধারাবাহিকই হোক‌ না কেন জি বাংলা চ্যানেল কর্তৃপক্ষ তার টাইম স্লট বদল করে দিতে পিছপা হবে না। ৫২ সপ্তাহ ধরে টানা টিআরপি টপার হওয়া সত্ত্বেও টিআরপি তালিকায় আর ভালো ফলাফল না করায় মিঠাইয়ের রাত আটটার টাইম স্লট ছিনিয়ে নিয়ে তা দেওয়া হয়েছিল নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’কে। একই জিনিস হল এবার ‘তোমার খোলা হাওয়া’ ধারাবাহিকের সাথে। নতুন ধারাবাহিক পেয়ে যাবে সাড়ে ন’টার স্লটটি।

দুপুর তিনটেয় চলে গেছে ‘তোমার খোলা হাওয়া’, যেই খবর শুনে অভিনেত্রী স্বস্তিকা দত্তের ভক্তরা তেমন খুশি নন, কারণ সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী যথেষ্ঠ চর্চিত। যাই হোক দুপুর তিনটেয় ‘তোমার খোলা হাওয়া’। আর তাই ‘ঘরে ঘরে জি বাংলা’ সম্প্রচারিত হবে দুপুর আড়াইটার সময়ে।

এরপরে বিকেল পাঁচটায় দিদি নাম্বার ১, প্রত্যেকদিন বিকেল হলেই টিভির পর্দায় সকলের চলে এই শো। তারপরে বদলি হয়ে মিঠাই যেখানে এসেছিল সেখানেই থাকবে। অর্থাৎ সন্ধ্যা ছ’টায়। গত কয়েকদিন ধরে এও শোনা যাচ্ছে শেষ হয়ে যাবে আদ্রিতৃষার এই ধারাবাহিক, ভক্তদের তাই বেজায় মন খারাপ। এরপরে সাড়ে ছ’টায় আর সাতটায় একই ধারাবাহিক থাকছে, ‘খেলনা বাড়ি’ ( বিকেল ৬:৩০) এবং ‘জগদ্ধাত্রী’ (বিকেল ৭:০০)।

সাড়ে সাতটায় ‘গৌরী এলো’, রাত আটটার সময় ‘নিম ফুলের মধু’ এবং রাত সাড়ে আটটায় ‘রাঙা বউ’। এই তিন ধারাবাহিকের টিআরপি নাম্বার মোটামুটিভাবে ঠিক থাকায় একই জায়গায় অনবরত থাকছে।

টিআরপির কারণে ‘সোহাগ জল’এরও টাইম স্লট পরিবর্তনের কথা শোনা গেলেও আপাতত তা হচ্ছে না, টিআরপি এই ধারাবাহিকেরও কম, নতুন ধারাবাহিক আসলে হয়ত এটিরও বদল হতে পারে। তারপর সাড়ে ন’টায় নতুন ধারাবাহিক ‘মুকুট’ (২৭শে মার্চ থেকে)।

রাত দশটার ‘ইচ্ছে পুতুল’ আর সাড়ে দশটার ‘মন দিতে চাই’ তুলনামূলকভাবে নতুন ধারাবাহিক। টিআরপি এখনো পর্যন্ত কমই, সারা সপ্তাহ টাইম স্লটও পায়না এই দুই ধারাবাহিক। তাই এই দুটিরও পরিবর্তন হচ্ছে না কোনো।

Related Articles