গোপন কথা আর গোপনে থাকলো না! আন্দামানের নীল সমুদ্রকে সাক্ষী রেখে প্রেম করছে শ্রীমা এবং স্যান্ডোকুমার? অন্দরের ফিসফিসানি বাড়তে কি জবাব দিচ্ছে ইন্দ্রনীল?
নতুন বছর পড়তেই টলি (Tollywood)পাড়াতে বইতে শুরু করেছে নতুন প্রেমের হাওয়া। দিন কয়েক আগে কান পাকলেই শোনা যাচ্ছিল নতুন ফিসফিসানি। খড়ির দিদি নাকি আবার প্রেমে পড়েছে। আর এবারের পাত্র ধিঙ্গির স্যান্ডো কুমার। আজ্ঞে হ্যাঁ। টলিপাড়া আপাতত এই গুঞ্জনে সরগরম। নতুন করে সম্পর্কে পড়েছেন শ্রীমা ভট্টাচার্য(Shreema Bhattacharya) এবং ইন্দ্রনীল চট্টোপাধ্যায়(Indranil Chatterjee)। বর্ষবরণে আন্দামানে (Andaman Trip)পাড়ি দিয়েছিলেন নাকি একসঙ্গে। সেখানে চুটিয়ে ছবি পোস্ট করেছেন দুজনে।
তবে দুজনকে একসঙ্গে ফ্রেমবন্দি দেখা যায়নি। তাতে কি? গোপন কথা আর গোপনে থাকলো না। নেটিজেন তো নয় যেন শকুনের চোখ। ঠিক খুঁজে খুঁজে এক ব্যাকগ্রাউন্ডে ছবি তুলেছেন দুজনে। সমুদ্রের নীল জল, সবুজ বন এবং সূর্যাস্ত সব তো এক হুবহু মিলে যাচ্ছে। তারপরেও কি আবার প্রেমের গুঞ্জন চাপা থাকে?
দুজনেই কি একসঙ্গে আন্দামানে গিয়েছিলেন ইন্দ্রনীল এবং শ্রীমা? হিন্দুস্তান টাইমসের তরফ থেকে যোগাযোগ করা হলে একেবারে অবাক হয়ে গিয়েছেন তিনি। প্রশ্ন করতেই তিনি জানালেন,’ হ্যাঁ আমি শ্রীমাকে চিনি। আন্দামানে গিয়েছিল সেটাও জানি। আমি সোলো ট্রিপে গিয়েছিলাম খুব ভালো সময় কাটিয়েছি’।
কতটা মজা করলেন আন্দামানে? উত্তরে বলেছেন,’ ট্রপিকাল আইল্যান্ডে দারুন সময় কাটল আমার অন্যতম বেস্ট সোলো ট্রিপ। সাদা বালি, নীল জল ,সুন্দর সব মুহূর্ত। দারুন সব সি ফুড খেয়েছি। ওয়াটার স্পোর্টস করেছি। স্কুবা ডাইভিং করেছি, দুর্দান্ত সময় কেটেছে’।
তাহলে ছবিগুলোকে তুলে দিল এত সুন্দর ইন্দ্রনীলের? উত্তরে অভিনেতা জানিয়েছেন,তিনি গাইড নিয়ে গেছিলেন সে তুলে দিয়েছে। তবে সোশ্যাল মিডিয়া বলছে অন্য কথা। কিছুদিন আগে শ্রীমা সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন নতুন প্রেম থেকে নিজেকে দূরে সরিয়ে রেখো না। সেখানে আবার সহচরীর ছেলে লাল হার্ট ইমোজি দিয়েছিলেন। তাই শুধুমাত্র ‘আমি শ্রীমাকে চিনি’ এই কথা মোটেই হজম হচ্ছে না কারোর। তবে অভিনেতা জোর গলায় বলেছেন তিনি সিঙ্গেল।
আয় তবে সহচরী শেষ হবার পর আপাতত ছোট পর্দা থেকে দূরে রয়েছেন তিনি। জানিয়েছেন কথা চলছে দুটো একটা সিরিয়াল নিয়ে। কিন্তু নতুন বছরে খুব জলদি ফিরবেন তিনি এবং নতুন ভাবে সেটাও বলে দিলেন ইন্দ্রনীল।
উল্লেখ্য এর আগে অভিনেতা গৌরব রায়চৌধুরীর সঙ্গে প্রেম করেছেন শ্রীমা। পরবর্তীতে ক্রিকেটার কনিষ্ক শেঠের সঙ্গেও নাম জড়িয়েছে তার। যদিও সেই সম্পর্ক নেহার গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি।