‘কি লাকি সৃজন আর পোখরাজ, বউর অন্তত কোন উদ্ভট নামে ডাকে না’! বউদের মুখে ব্যাংক বাবু, শহরের বাবু শুনে রসিকতা শিকার হচ্ছে না অভিনেতারা, মজা ওড়াচ্ছেন দর্শক
বাংলা বিনোদনের(Tollywood) মাধ্যম হিসেবে বাংলা ধারাবাহিক এখন সব থেকে জনপ্রিয়। টিভির পর্দা যেমন এই ধারাবাহিক নিয়ে তরজা চলে। তেমনই সোশ্যাল মিডিয়াতে(Social Media)ও এই ধারাবাহিকগুলি ছড়িয়ে পড়েছে দিকে। এমনকি দর্শক ট্রোল করেন ধারাবাহিকগুলি। কিছু ক্ষেত্রে যারা হয়তো এই ধারাবাহিকের নাম পর্যন্ত জানেন না তারাও এই সমস্ত কটাক্ষ(Trolled) দেখে ধারাবাহিকের গল্প জেনে গেছে।
পাশাপাশি বাংলা ধারাবাহিকে এখন নতুন একটা চল দেখা যায়। সেটা হল নায়িকারা নায়কদের অদ্ভুত কোন নামে ডাকে। থেকেই ভালো নামের পাশাপাশি রয়েছে ঘরের নাম। তবে নায়িকাটা কিছু মজার নামেই ডেকে থাকেন তাদের। আর সেই নাম গুলোই দর্শকদের মনে গেঁথে যায়। কিছু ক্ষেত্রে আবার তারা সেই নামেই পরিচিত হন।
এই মজার নাম গুলোর মধ্যে উচ্ছে বাবু, শহরের বাবু, ব্যাংক বাবু, গোমড়ামুখো ,লাট সাহেব, স্যারজি এগুলি অধিক জনপ্রিয়। কিন্তু বাস্তবে যদি কেউ তার বরকে এমন অদ্ভুত নামে ডাকেন তাহলে তিনি সারা দেবেন কিনা জানা নেই। ধারাবাহিকের নায়করা কিন্তু সাড়া দিয়ে দেন তাদের বউয়ের কথায়। পাশাপাশি বাংলা ধারাবাহিকের অবাস্তবতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। কিছু ক্ষেত্রে দেখা যায় টিআরপিতে টিকে থাকতে আজগুবি সব কান্ড কারখানা ঘটিয়ে থাকেন ধারাবাহিকে। তবে এদের মধ্যে একটু আলাদা হল এক্কাদোক্কা(Ekkadokka) আর নিম ফুলের মধু(Nim Phuler Modhu)।
আসলে এই ধারাবাহিকে তাদের বরদের নাম ধরেই ডাকে। যেমন নিম ফুলের মধুতে পর্না তার স্বামীকে সৃজন বলে ডাকে। এক্কাদোক্কা ধারাবাহিকের রাধিকা তার স্বামীকে পোখরাজ বলে ডাকে। কিন্তু নিশ্চয়ই ভাবছেন হঠাৎ এমন নাম নিয়ে চর্চা কেন? তাহলে বলি সম্প্রতি এক ভক্ত এই নিয়েই সোশাল মাধ্যমে তার বক্তব্য রেখেছেন। তিনি লিখেছেন,’উফফ, কি লাকি সৃজন আর পোখরাজ! এদের বউরা স্বামীকে শহরের বাবু, উচ্ছেবাবু, ব্যাঙ্ক বাবু, গোমড়া মুখ, স্যার জি, লাট সাহেব ইত্যাদি বলে ডাকে না। আবার বিয়ের পর আপনি আজ্ঞেও করে না’।