বাংলা সিরিয়াল

বড় হয়ে কি হবে প্রশ্ন করতেই উত্তর এল ‘মিঠাই হতে চাই’! রচনার সামনে দাঁড়িয়ে একরত্তি জানালো তার মনের কথা, একজন অভিনেত্রীর কাছে এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? মুগ্ধ মিঠাই ভক্তরা

বাংলা টেলিভিশন জগত আর ধারাবাহিক(Bengali Serial) মানুষের ঠিক কোথায় পৌঁছে গিয়েছে তা হয়তো সহজে বলা যাবে না। প্রত্যেকটি ধারাবাহিকের সঙ্গে মানুষ এতটাই নিজেদের এক করে ফেলেছে। যেন সেই চরিত্রগুলো একেবারে ঘরের সদস্য হয়ে উঠেছে। সন্ধ্যেবেলা হলে টিভির পর্দায় চোখ না রাখলে মনটা যেন কেমন আনচান করে।

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে একের পর এক নতুন ধারাবাহিক আসছে। তবে নতুন এলেই যে পুরনোকে ভুলে যেতে হবে এমনটা একেবারেই নয়। অন্তত মিঠাই(Mithai) ভক্তদের কাছে তো তা একেবারেই নয়। একের পর এক সিরিয়াল শুরু হলেও মিঠাইয়ের জনপ্রিয়তা এতটুকু কমেনি। সৌমিতৃষা কুন্ডু(Soumitrisha Kundu) ওরফে মিঠাই এমন এক অভিনেত্রী যিনি সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তাও খুব কম সময়তে। এখনও তার ভক্ত সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে। টিআরপির দিক থেকে একটু পিছিয়ে গেলেও মিঠাইয়ের জনপ্রিয়তা নিয়ে আজও কেউ প্রশ্ন তুলতে পারেনি।

স্লট পরিবর্তন হয়েছে, মিঠাইয়ের বদলে মিঠি এসেছে, টিআরপি তালিকা তে ১ থেকে ৯ নম্বরে নেমেছে তারপরেও এই ধারাবাহিক এগিয়ে চলেছে তরতর করে। আর সেই প্রমাণ দিল এক ছোট্ট খুদে। রচনা ব্যানার্জীর(Rachana Banerjee) জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নাম্বার ওয়ানে (Didi No1)এসে নিজের মনের কথা জানালো সেই এক রত্তি।

বেশ কয়েক দিনের পুরনো সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল(Viral Video)। সেখানে দেখা যাচ্ছে মঞ্চে দাঁড়িয়ে রচনা ব্যানার্জি যখন মেয়েটিকে প্রশ্ন করে বড় হয়েছে কি হতে চায়। সে উত্তর দেয় আমি মিঠাই হতে চাই। খানিকটা চমকে গিয়ে রচনা বলেন মিঠাই মানে ওই সিরিয়ালটা? তখন মেয়েটি সম্মতি জানায়। তার সঙ্গে সঙ্গে এটাও জানায় যে মিঠাই ধারাবাহিকে ইতিমধ্যে অভিনয় করে ফেলেছে সে। তার নাম সৌমিলি বর্মন।

তবে এই ভিডিও মিঠাই বা সৌমিতৃষার কাছে আদৌ পৌঁছেছে কিনা আমাদের জানা নেই।তবে একজন অভিনেত্রীর জীবনে সবথেকে বড় প্রাপ্তি সে কথা নিশ্চিত ভাবে বলা যায়। কোন মানুষের কাছে মনে বড় পাওয়া এটা যে যখন কেউ তার মত হতে চাইছে। এই বাচ্চা মেয়েটি মিঠাই হতে চায়। তার মনে মিঠাই ঠিক কতটা প্রভাব ফেলেছে বলে সে এমন কথা বলতে পেরেছে। তবে মিঠাই ভক্তরা মারাত্মক খুশি। এত সম্মান অর্জন করেছে তাদের অভিনেত্রী জেতার প্রভাব পড়েছে ওই ছোট্ট খুদের মধ্যেও। ওই ছোট শিশুটিকেও অনুপ্রাণিত করেছে মিঠাই। এটা ভেবেই খুশি মিঠাই ভক্তরা।

Related Articles