বাংলা সিরিয়াল

‘আর আমি গোপালের ভক্ত, ঠাকুরের পায়ে আবির দিয়েই শুরু হত দোল’! বৃন্দাবনের দোল উৎসবে উপস্থিত থাকতে না পেরে আক্ষেপ জানালেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু

বর্তমানে সকলের প্রিয় অভিনেত্রী হলেন সৌমিতৃষা কুন্ডু। মিঠাই ধারাবাহিকের হাত ধরে বিপুল পরিমাণ জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে তার। এর আগেও অবশ্য বেশ কিছু ধারাবাহিকে নেতিবাচক চরিত্রের পাশাপাশি বিভিন্ন পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। কিন্তু তার জনপ্রিয়তা এসেছে জি বাংলার মিঠাই ধারাবাহিকের হাত ধরে। বর্তমানে শুধুমাত্র আমাদের দেশের মানুষই নয় আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেও অভিনেত্রীর ভক্ত রয়েছে। সম্প্রতি গেছে রং এর উৎসব দোল। আর এই দোল উৎসব নিয়ে নিজের ছোটবেলার স্মৃতিচারণ করলেন অভিনেত্রী। সাক্ষাৎকারে জানালেন নিজের ছোটবেলার গল্প।

অভিনেত্রীকে প্রশ্ন করা হয় ছেলেবেলা থেকে তিনি এই দোল কিভাবে কাটাতেন? উত্তরে অভিনেত্রী সৌমিতৃষা অর্থাৎ সকলের আদরের মিঠাই বলছেন, ”আমি ছোট থেকেই নাচ শিখতাম। দোলের দিন সকালে প্রভাতফেরির আয়োজন করা হত নাচের ক্লাস থেকে। নাচে গানেই কেটে যেত সকালটা। আর আমি গোপালের ভক্ত। ঠাকুরের পায়ে আবির দিয়েই শুরু হত দোল। তবে বাবা-মা কখনও আমায় দোলের দিন বাড়ির বাইরে বেরতে দিতেন না। এখনও দেন না। ফলে ওই দিনটা আমি বাড়িতেই থাকি। পরিবারের সঙ্গে সময় কাটাই।”

আমরা প্রত্যেকেই জানি এ বছর নিজের জন্মদিন পালন করতে সৌমিতৃষা ছুটে গিয়েছিলেন বৃন্দাবনে। তবে অভিনেত্রীর একটা আক্ষেপ রয়ে গিয়েছে। তার ইচ্ছে ছিল এই দোলের পূর্ণ তিথিতে তিনি বৃন্দাবনেই দিনটা কাটাবেন। তবে সেই ইচ্ছে আর পূরণ হয়নি, কারণ তিনি লম্বা ছুটি পাননি।

সৌমিতৃষা বলেন, ”জন্মদিনের দিনটা অনেকেই বাবা-মাকে ভুলে যান। কিন্তু যাঁদের জন্য আমরা পৃথিবীর আলো দেখেছি, তাঁদের কখনও ভুলে যাওয়া উচিত নয়। আমি জন্মদিনটা বৃন্দাবনে কাটিয়েছি মা-বাবার সঙ্গে। কৃষ্ণ নাম করেছি, প্রেম মন্দিরে গিয়েছি। অনেকে বলেন, ঈশ্বর না টানলে, হাজার ধন দৌলত থাকলেও বৃন্দাবনে পা রাখা যায় না। আমি খুব ভাগ্য়বতী যে বৃন্দাবনে জীবনের বিশেষ দিনটা কাটাতে পারলাম।”

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

Related Articles