বাংলা সিরিয়াল

এ কি আজব কাণ্ড ‘নিম ফুলের মধু আর নয়’! দর্শকদের ইচ্ছায় রাতারাতি ধারাবাহিকের নাম বদলে হচ্ছে ‘আমার সোনা বাবু’! মায়ের ‘বাবুপ্রীতি’ দেখে এমন নামই যোগ্য মনে করলেন দর্শকেরা, করলেন তুমুল সমালোচনা

জি বাংলায়(Zee Bangla) বেশ কিছুদিন হলো শুরু হয়েছে নতুন ধারাবাহিক নিম ফুলের মধু(Nim Phuler Modhu)। যার মুখ্য ভূমিকায় রয়েছেন পল্লবী শর্মা(Pallavi Sharma) এবং রুবেল দাস(Rubel Das)। দর্শকদের তাদের জুটি বেশ পছন্দ হয়েছে। গল্প অনুযায়ী একেবারে সেকেলে পুরনো ধ্যান ধারণার পরিবার থেকে এসেছে গল্পের নায়ক সৃজন। এবং ঠিক তার বিপরীত অর্থাৎ আধুনিকতায় পরিপূর্ণ এক পরিবার থেকে এসেছে পল্লবী শর্মা ওরফে পর্না। ঘটনাচক্রে তাদের বিয়ে হয়। এখন কিভাবে দুই ভিন্ন পরিবার থেকে আসা মানুষ একে অপরের সঙ্গে মিলে সংসার করবে সেই নিয়ে এগোবে গল্প।

তবে তাদের সংসার শুরু হওয়ার আগেই যেন শেষ হতে বসেছে। কারণ ছেলের মা কৃষ্ণা। পর্নাকে বউ হিসেবে কিছুতেই মেনে নিতে পারছে না। কারন সে মনে পড়ছে আধুনিক পরিবার থেকে তার বউ আসে তার ছেলেকে তার থেকে কেড়ে নেবে। যে কারণে তাকে নিয়ে সমালোচনাও কম হয়নি ধারাবাহিকের শুরু থেকে।

শুরু থেকেই কৃষ্ণা বা সৃজনের মায়ের চরিত্রটা দর্শকরা ভালো চোখে নেয়নি। যেভাবে বারবার ছেলে বউয়ের মাঝে সে চলে আসছে, ছেলে বউয়ের ফুলশয্যার ঘরে ঢুকে পড়ছে। এমনকি নতুন বর বউ দ্বিরাগমনে বাপের বাড়ি গেলে সেখানেও তাদের পেছনে ধাওয়া করছে। এসব কিছু মোটেই ভালো মনে মানছে না দর্শক।

মায়ের মতই ছেলে সৃজনের চরিত্রকেও দোষারোপ করছেন দর্শক। তার চরিত্রের যেন শিরদাড়াই নেই। মায়ের বাবু সেজে রয়েছে সে। যে ভাবে বউকে অপমান করছে মা , ভুল ভাবে কথা বলছে স্ত্রীর উদ্দেশ্যে এই সব কিছু দেখেও চুপ করে রয়েছে সে। যে কারণে দর্শকরা বিরক্ত হয়ে বলছে এই ধারাবাহিকের নাম ‘নিম ফুলের মধু’ একেবারেই নয়। বরং তার বদলে নাম রাখা উচিত ‘আমার সোনা বাবু’। দয়া করে যেন চ্যানেল কর্তৃপক্ষই ধারাবাহিকের নাম পরিবর্তন করে দেয়।

উল্লেখ্য ধারাবাহিকে সৃজনের মা তাকে বাবু বলে ডাকে। এবং নিজের ছেলেকে নিজের কাছে রাখার জন্য যেসব কান্ড কারখানা করছে তা দেখে বেশ ক্ষেপে উঠেছেন দর্শক। তাই এবার সোশ্যাল মাধ্যমে ধারাবাহিককে নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা।

Related Articles