বাংলা সিরিয়াল

ডাক্তারি বিদ্যার নতুন পাঠ পড়ালেন লীনা গাঙ্গুলী! যন্ত্রের মত নয় বরং রোগীর বন্ধু হয়েও রোগ সারানো যায়, দেখিয়ে দিলেন লেখিকা রাধিকার মাধ্যমে, আদর্শ ডাক্তারের চিত্র ফুটে উঠতেই খুশি দর্শক

ডাক্তারি কলেজের পড়ুয়া নিয়ে গল্প শুরু হয়েছিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক এক্কাদোক্কা(Ekkadokka)। তবে এই গল্পের অন্যতম ইউএসপি দুই পরিবারের শত্রুতা মাঝে নায়ক নায়িকার প্রেম। ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে সোনামনি সাহা(Sonamoni Saha) এবং সপ্তর্ষি মৌলিককে(Saptarshi Moulik)। যারা রাধিকা এবং পোখরাজের ভূমিকায় দর্শকদের মন জয় করে নিয়েছেন। তবে রাধিকা এবং পোখরাজের পরিবারের রেষারেষি নিয়েই শুরু হয়েছিল এই ধারাবাহিকের গল্প।

তারপর তাদের বিয়ে হয় এবং সেখানে ওনারা সমস্যা তৈরি হয়। সমস্ত সমস্যার মধ্যেও রাধিকা তার কাজে মন দিয়েছিল। যেহেতু তার বাবা কুশল মজুমদার একজন ডাক্তার তাই বাবার মতোই আদর্শ ডাক্তার হওয়ার জন্য লড়ছেন তিনি। পরিচালক রাধিকার মধ্যে দিয়ে একজন আদর্শ ডাক্তারের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে চেয়েছেন। আর তাতে তিনি সফল।

কারণ দর্শকরা খুশি হয়েছেন তাকে দেখে। টাকার লোভে ডাক্তারদের ভুল কাজ করতে দেখা গিয়েছে অনেকবার ধারাবাহিকের মধ্যে। কারণে অনেকেই মনে করেন হয়তো ডাক্তাররা আসল কাজ থেকে বেরিয়ে ব্যবসার লোভে পা বাড়ান সেদিকে। তবে এবার একজন ডাক্তার হওয়ার আগে প্রমিস করতে হয় তারা সমস্ত মানুষকে সেবা করবেন সেই চিত্রটাই ফুটিয়ে তুললেন তিনি।

খারাপের মধ্যেও ভালো ডাক্তার রয়েছেন যারা নিজেদের জীবনের ঝুঁকি রেখে রোগীদের চিকিৎসা করে যান। যার উদাহরণ করোনা পরিস্থিতি। এবার লেখিকা সেই সমস্ত ডাক্তারের প্রতি ছবি তুলে ধরেছেন তার ধারাবাহিকে। যা দেখে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। পাশাপাশি এও মনে পড়েছে অনেকের এক্কাদোক্কা টাইম স্লট ঘোষণা করা হয়েছিল ১ জানুয়ারি ২০২২ ন্যাশনাল ডাক্তারস ডে’র দিন।

সম্প্রতি এক দর্শক তার পোস্টে লিখেছেন,’ একজন অসুস্থ রোগীকে সুস্থ করে তোলা একজন ডাক্তারের পেশা বা জীবিকা নয় একজন ডাক্তারের কাছে এটা একটা ব্রত। বলা হয়ে থাকে, রোগ নিয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তারের আলাপনেই সারিয়ে তোলে অসুখের অনেকটাই। রাধিকার কাছে বাবা তার আদর্শ, বাবাই প্রেরণা। রাধিকা তার বাবা ডাক্তার কুশল মজুমদারের রোগীকে সুস্থ করে তোলার এই ব্রতকেই বিশ্বাস করে, তাই যন্ত্রের মত কথা না বলে গল্পছলে কথা বলে রোগীর সব অসুবিধা সমস্যার কথা কিভাবে তার থেকে বের করতে হয় সেটা জানে। Coinsidently এক্কাদোক্কার টাইম স্লট ঘোষণাটা যেদিন হয়েছিলো সেইদিনটা ছিলো ১লা জুলাই ২০২২, ‘National Doctors Day’ এর দিন। এটার সাথে গল্পর তুলনা কিছু করছি না’।

Related Articles