বাংলা সিরিয়াল

বাংলা সিরিয়ালের নামের খাতায় নতুন বাবুর সংযোজন! উচ্ছে বাবু ,ব্যাংক বাবু সেসব ছাপিয়ে বাজার কাঁপাচ্ছে এখন’ কাকতাড়ুয়া বাবু’, নাম শুনেই হেসে গড়িয়ে পড়ছেন দর্শক

বাংলা ধারাবাহিকের(Bengali Serial) তালিকায় নতুন সংযোজন মুকুট(Mukut) ধারাবাহিকটি। কয়েকদিন হল শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla)এই নয়া ধারাবাহিক যার মূল ভূমিকায় অভিনয় করছেন শ্রাবণী ভুইয়া(Srabani Bhuiya) এবং অর্ঘ্য মিত্র(Argha Mitra)। গত ২৭ মার্চ থেকে টিভির পর্দায় আসে এই ধারাবাহিক।

মুকুট ধারাবাহিকের গল্পে মূলে রয়েছে একটি মেয়ের গল্প। যার বাবা পেশায় একজন মৃৎশিল্পী। তিনি প্রতিমা গড়েন। তার মেয়ে মুকুটের সব সময় মনে হয় কেন মা দুর্গার হাতে এত অস্ত্র থাকে। কারণ মা মানে তো ভালোবাসার প্রতীক উষ্ণতার প্রতীক। এখানে কিভাবে হিংসা রক্তক্ষরণের মতন বিষয় বসবাস করে। এর মাঝেই মুকুটের বিয়ে হয় রায়ানের সঙ্গে।

সে সামাজিক ন্যায় বিচারের এক উৎসাহী উকিল এবং নারী পাচারের বিরুদ্ধে লড়াই করছে। পরিবর্তনকে প্রভাবিত করে এবং প্রান্তিক ব্যক্তিদের জীবনকে উন্নত করায় এর লক্ষ্য। যে তার কাজের মধ্যে দিয়ে সচেতনতা বাড়াতে সাহায্য করে মানুষের মধ্যে।

তবে শ্বশুর বাড়িতে এক গোপন সত্য যখন প্রকাশ্যে আসে তখনই ওলট-পালট হয়ে যায় মুকুটের জীবন। সে জানতে পারে তার শ্বশুরবাড়ির এক ব্যক্তি নারী পাচারের সঙ্গে গভীরভাবে জড়িত। সেখান থেকেই গল্প নতুন দিকে মোড় নেয়। গল্পের খাতিরে এখন থেকেই পারিবারিক সম্পর্কের ঠিক ও ভুলের মাঝের সূক্ষ্ম ফারাকটা মুছে যেতে শুরু করেছে মুকুটের জীবনে।

এতো গেল গল্পের কথা। বাংলা ধারাবাহিকের গল্প নায়ক নায়িকার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস হল নায়কের নাম। নায়িকার এক বিশেষ বিশেষ নামে ডেকে থাকেন তাদের নায়কদের। আর বেশিরভাগ ক্ষেত্রে সেখানে নামের সঙ্গে জুড়বে বাবু শব্দটি। এই যেমন উচ্ছে বাবু, শহরের বাবু, ফটো বাবু, ব্যাংক বাবু ইত্যাদি। আর মুকুট ধারাবাহিকের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। এখানে নায়িকা নায়কের নামের সঙ্গে ঠিক বাবু জুড়ে দিয়েছে। আর তার নাম দিয়েছে ‘কাকতাড়ুয়া বাবু’। বিগত কয়েকটি এপিসোড দেখার পর এই বাবু নামটার বেশ মজা নিচ্ছেন দর্শকেরা।

এবার এই কাকতাড়ুয়া বাবু নাম নিয়ে হাসির রোল উঠেছে নেট পাড়ায়। বাংলা সিরিয়াল যতদিন চলবে ততদিন হত এমন উটকোপাটকা নাম আর তার সঙ্গে বাবু জুড়ে থাকবে নামের সঙ্গে। এইসব দেখে এক নেটিজেন মন্তব্য করেছেন,’ বাবুর পরে উদয় হল আমাদের মুকুটের কাকতাড়ুয়া বাবু। আচ্ছা এরা কি নাম টাও ঠিক করে রাখতে পারে না নাকি। এই বাবু সেই বাবু বলে ডাকে’।

 

Related Articles