বাংলা সিরিয়াল

‘কি দরকার পড়াশোনা করার যেখানে বাংলা মিডিয়াম দেখলেই কেমিস্ট্রি শেখা যায়!’ সালফিউরিক অ্যাসিডের সাথে কাপড় কাচার ডিটারজেন্ট মিশিয়ে ইন্দিরার জল তৈরি করা দেখে শুরু হলো ট্রোলিং!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক বাংলা মিডিয়াম যেখানে দেখানো হয় যে শুধুমাত্র বাংলা মিডিয়ামে পড়েছে বলে ইন্দিরা কে বিয়ে করতে অস্বীকার করে বিক্রম। এরপর বিক্রমদের ইংলিশ মিডিয়াম স্কুলে ইন্দিরা যায় ইন্টারভিউ দিতে প্রসঙ্গত উল্লেখ্য বিক্রম এবং ইন্দিরা কেউই জানতো না যে একসময় তাদের বিয়ের ঠিক হয়েছিল।

বাংলা মিডিয়ামে পড়া ইন্দিরা কে ভীষণভাবে অপমান করে বিক্রম, কিন্তু ইন্দিরা জানায় যে তার যোগ্যতা আছে , এবং সেই যোগ্যতাই ঠিক করে দেবে যে সে যোগ্য কি যোগ্য নয়।

সম্প্রতি স্টার জলসার বাংলা মিডিয়ামের একটি শর্ট ভিডিও ক্লিপ নিয়ে চরম হাসাহাসি হচ্ছে, কারণ সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে ইন্দিরা যে ইংলিশ মিডিয়াম স্কুলে ইন্টারভিউ দিতে গেছে, সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে কেউ সেই আগুন নেভাতে পারছে না, তখন ইন্দিরা তার কেমিস্ট্রির বুদ্ধি এপ্লাই করে আগুন নিভিয়ে ফেলল মুহূর্তের মধ্যে। সালফিউরিক অ্যাসিডকে সে যেভাবে জলে পরিণত করল তা দেখে সোশ্যাল মিডিয়ায় চরম হাসাহাসি শুরু হয়েছে।

ঐ শর্ট ভিডিও ক্লিপসে দেখা যাচ্ছে যে, ইন্দিরা বলছে “সালফিউরিক এসিডের সাথে সোডিয়াম কার্বনেট মেশালেই তো জল হয়ে যাবে। সোডিয়াম কার্বনেট অর্থাৎ ডিটারজেন্ট”-এরপর দেখা যায় স্কুলের অন্যান্য কর্মচারীদের ইন্দিরা বলেন, আপনারা সবাই ডিটারজেন্ট নিয়ে আসুন।

স্টাফেরা ডিটারজেন্ট নিয়ে তার হাতে দিলে সালফিউরিক এসিডের মধ্যে ডিটারজেন্ট দিয়ে জল তৈরি করে ইন্দিরা, তারপর সেই জলের বয়ানটা ছুঁড়ে মারে আগুনের মধ্যে আর আগুন নিভে যায় মুহূর্তের মধ্যে। একজন নেটিজেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে,“ কি দরকার পড়াশুনা করার, যেখানে স্টার জলসা থেকে কেমিস্ট্রি শেখা যায়…..

Related Articles