বাংলা সিরিয়াল

‘নাগপঞ্চমী আর ভূমিকন্যার প্রোমো এক!’ সোশ্যাল মিডিয়ায় বললেন এক নেটিজেন! সত্যি কি দুই প্রোমো এক ছিল? জানুন সত্যি!

স্টার জলসায় সদ্য একটি প্রোমো দিয়েছে, এটা নাগ পঞ্চমীর প্রোমো‌। নাগ পঞ্চমীতে দেখা যাচ্ছে এমন একজন মেয়ে যার নাগ পঞ্চমীর তিথিতে জন্ম এবং তার নাড়ি হলো সাপের। এই ধারাবাহিকে আরও দেখা যাচ্ছে যে, পঞ্চমী নাগেদের সব ভাষা বোঝে। সে বাধা দিলেও সাপেরাও তার কথা শুনে চলে যায়, কারোর ক্ষতি করে না- এই বিষয়টা বেশ বিস্ময়কর। যা দেখে গ্রামের পুরোহিত বলেন যে সাপ তো কেবলমাত্র সাপের ভাষা বোঝে তোর ভাষা কী করে বুঝলো? এরপর পঞ্চমী তার নিজের আইডেন্টিটি খুঁজতে থাকে।

এই ধারাবাহিক দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছে, পঞ্চমী হলো ইচ্ছাধারী একটি নাগিন যে নিজের পরিচয় সম্পর্কে এখনো জ্ঞাত নয়। এরকম ধারাবাহিক স্টার জলসায় এর আগে কখনো আসে নি তবে দর্শকদের একাংশের মানুষ বলেছেন, নাগপঞ্চমীর প্রোমোর সাথে অন্য একটি ধারাবাহিকের মিল খুজে পেয়েছেন তারা।

স্টার জলসার বহু আগে একটি ধারাবাহিক হয়েছিল এই ধারাবাহিকের লিড চরিত্র ছিলেন সোহিনী সরকার। ধারাবাহিকটির নাম হলো ,ভূমি কন্যা। একজন দর্শকের বক্তব্য হল,“আমার কাছে পঞ্চমী প্রমো মোটেও ভালো লাগে নি!!!!
আবার, আমার কাছে পঞ্চমী ও ভূমিকন্যা একই মনে হলো।।। বিদ্রঃ মনে হলো তাই বললাম”-

তবে এই পোস্ট দেখে একজন নেটিজেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,“ ভূমিকন্যার সাথে কোন এঙ্গেল দিয়ে মিল পেলেন? ভূমিকন্যায় ত্বরিতা বিদেশ থেকে ফিরেছিল। আর পুরোপুরি মনসামঙ্গল থেকে inspired গল্প ছিল। পঞ্চমী দেখে তো তার কাছে কিনারেও মনে হলো না।”

বস্তুত ভূমিকন্যাকে একজন সাধারন মেয়ে হিসেবেই দেখানো হয়েছিল যে দেবীর আশীর্বাদ ধন্য সে বিদেশ থেকে সাপ নিয়ে গবেষণা করে গ্রামে ফিরে এসেছিল অন্যায় অত্যাচারকারী
চন্দ্র ভানুর প্রতিবাদ করবার জন্য। অন্যদিকে নাগপঞ্চমী কে দেখে বোঝাই যাচ্ছে যে সে নিজে ইচ্ছাধারী নাগিন।

Related Articles