বাংলা সিরিয়াল

‘এক্কা দোক্কাকে নিয়ে এত ট্রোল হচ্ছে যেন ‘সোহাগ জল’ বেঙ্গল টপার হয়েছে! গ্যাপ তো মোটে ০.১!’-স্লট হারানোয় একাদোক্কাকে ব্যাপক ট্রোলিংএর শিকার হতে হ‌ওয়ায় লিখেছেন এক নেটিজেন!

কোন ধারাবাহিকের যখন টিআরপি লিস্টে একটু খারাপ ফল হয় তখন সেই ধারাবাহিককে কমবেশি সমালোচনা সহ্য করতে হয় এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার, সেই ঘটনায় ঘটেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘এক্কাদোক্কা’র ক্ষেত্রে। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘সোহাগ জল’ টি আর পিতে ৫.৭ পেয়েছে, অন্য দিকে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘এক্কা দোক্কা’ পেয়েছে ৫.৬।

মাত্র .১ গ্যাপে সোহাগ জলের কাছে স্লট হারিয়েছে এক্কা দোক্কা ধারাবাহিক। কিন্তু এই স্লট হারানোর পর থেকেই এই ধারাবাহিকটি তুমুল ট্রোলিংএর শিকার হচ্ছে। অনেকেই বলছেন যে এক্কা দোক্কাতে এত স্লো এপিসোড হয়, যে কারণে এই ধারাবাহিকটি করতে পারে নি।

অনেকে আবার বলছেন যে স্লট হারানোর কারণ হলো মাত্রাতিরিক্ত নেগেটিভিটি। এই ধারাবাহিকে রাধিকার শ্বশুরবাড়ির লোকজন এতো মাত্রাতিরিক্ত হারে রাধিকার উপর অত্যাচার করে যা দেখতে না পেরে বীতশ্রদ্ধ দর্শক এই ধারাবাহিকের থেকে মুখ ফিরিয়েছেন।

কিন্তু এইরকম পরিমাণে ট্রোল সহ্য করতে পারছেন না এক্কাদোক্কা ধারাবাহিকের অনুরাগীরা।তাই তারাও চুপ না থেকে এবার মুখ খুললেন।

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন এই বিষয়টা নিয়ে সরাসরি মুখ খুলে লিখেছেন যে,“ভাই রে ভাই এক্কা স্লট হারালো বলে এত troll করছে সবাই এদের troll দেখে মনে হচ্ছে পরকীয়ার জল মনে হয় 10+ ওয়ার্ল্ড topper হইছে সেই তো গ্যাপ 0.1”-একজন আবার সেই পোস্টে লিখেই দিয়েছেন যে আসলে একবার সুযোগ পেয়েছে বলে সমালোচকরা এই সুযোগগুলো ছাড়তে চাইছে না তাই তারা প্রাণ ভরে সমালোচনা করে নিচ্ছেন। অনেকে আবার লিখেছেন যে এইটুকু গ্যাপ পরের সপ্তাহে ঠিক পুষিয়ে দেবে তাদের পছন্দের প্রিয় এই ধারাবাহিক, তাই এত সমালোচনা করার কোন প্রয়োজন নেই।

Related Articles