বাংলা সিরিয়াল

‘মারা গেল অনুজ তবু গুড্ডির প্রতি সহানুভূতি নেই দর্শকের!’গুড্ডি নিয়ে লিখলেন দর্শক!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গুড্ডি। এই ধারাবাহিকে বর্তমানে দেখা যাচ্ছে যে অনুজ অসুস্থ এবং অনুজের সেবা করতে গুড্ডি সেখানে এসেছে, যুধাজিতকে তার মা আটকে দিল শেষ কালে যুধাজিৎ এসে থাকতে পারে নি। কিন্তু এসেও বিশেষ লাভ হয়নি আসার পরে জানাই অনুজ কোমায় চলে গেছে। অনুজ কোমায় চলে যাওয়ার পর ভেঙে পড়ে গুড্ডি,হয়ত অনুজ মারা যাবে, কিন্তু দর্শকরা বলছেন অনুজ এর জীবন একটা বড় শিক্ষা দিয়ে গেল সকলকে। ঠিক সময় ঠিক সিদ্ধান্ত না নিতে পারলে সারাটা জীবন যে ভুগতে হয় অনুজ সেই শিক্ষায় সকলকে দিয়ে গেল।

গুড্ডি আর অনুজের ডিভোর্সের সময় যদি অনুজ শক্ত হয়ে দাঁড়িয়ে বলতো সে এই ডিভোর্স চায় না, সে গুড্ডিকে ভালোবেসে ফেলেছে, তাহলে ডিভোর্সটা হতো না আর গুড্ডিকে সারা জীবন সে নিজের কাছে পেতো, কিন্তু সে সেটা করেনি শিরিনকে বিয়ে করে গুড্ডির সাথে একটা অবৈধ সম্পর্ক তৈরি করেছে, যার ফলে দর্শক অনুজ চরিত্রটার প্রতি আর সেই আবেগ অনুভব করে না, গুড্ডি ধারাবাহিকের থেকেও তারা মুখ ফিরিয়ে নিয়েছে।

সোশ্যাল মিডিয়ার একজন নেটিজেন বলেন, একজন সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ এই গুড্ডি আর অনুজ এর কার্যকলাপ কে কখনোই মেনে নেবে না। দাম্পত্য জীবনে কত মানুষ অসুখী থেকেও প্রতিনিয়ত মানিয়ে নিচ্ছে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন আর অনুজ গুড্ডি তাদের বর্তমান স্ত্রী ও স্বামীর সাথে মানানোর কোন চেষ্টাই করেনি।

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন আবার লিখেছেন যে, “সব শেষে ছয় বছর বয়সে পুবলু মা বাবা দুজনকেই হারিয়ে ফেললো সে যে নিষ্পাপ তার তো কোনো দোষ ছিল না… আজ শিরিন জেল এ আর অনুজ সম্ভবত Coma তে.. হয়তো মারা যাবে অনুজের জীবনের থেকে একটা জিনিস জানা গিয়েছে যে “সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পেরলে, গোটা জীবনটাই কষ্ট, আক্ষেপ, অনুতাপ, হাহাকার, ভালোবাসা হীন ভাবেই কেটে যায়”

এই জীবনটা তো অন্য রকম হতে পারতো সে দিন যদি শক্ত হাতে নিজের ভালোবাসার মানুষটার হাত ধরে নিতো
সেদিন যদি অনুজ একবার সবার সামনে শক্ত হয়ে বলতো যে গুড্ডিকে ডিভোর্স দেবো না, এই বিয়ে টা কেই স্বীকৃতি দেবো তাহলে আজ এতো কাদা ছোড়াছুরি হতো না জীবন টাই হয়তো সুন্দর হতো
আর পুবলু তারই বা কি দোষ
সে বাবার কাছেই বড় হয়েছিল কিন্তু আজ সেই বাবা কেই হারিয়ে ফেললো
যুধাজিৎ শেষ পর্যন্ত অমানবিক হয়নি সে রোগী কে দেখতে এসেছে তার মায়ের বাঁধা উপেক্ষা করে
কিন্তু আর কিছু করার নেই ”

Related Articles