বাংলা সিরিয়াল

জুঁইয়ের সংসার ত্যাগের সিদ্ধান্তে পাশে দাঁড়ালো মহিলারা! মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়িয়ে সমাজকে ইতিবাচক বার্তা সোহাগ জলের!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘সোহাগ জল’ এ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন শ্বেতা ভট্টাচার্য আর হানি বাফনা। এই ধারাবাহিকে দেখা যায় যে, সংসার করার অনেক স্বপ্ন নিয়ে জুঁই বিয়ের পিঁড়িতে বসে কিন্তু তার বিয়ের স্বপ্ন খানখান হয়ে যায় বিয়ের পর। জুঁই এর বিয়ের স্বপ্নটা একটা ডিলে পরিণত হয়। জুঁই এর দাদা জয় শঙ্কর শুভ্রকে প্রস্তাব দিয়ে ছিলো, জমি বিক্রির বদলে বোনকে বিয়ে করতে হবে। তাই শুধুমাত্র জমির জন্য জুঁইকে বিয়ে করতে রাজি হয় শুভ্র।‌ এরপর বিয়ের পর অষ্টমঙ্গলা এসে সমস্ত সত্যি জানতে পারে জুঁই, জানতে পারে যে তার দাদা আর তার স্বামী মিলে কি করেছিল তার সাথে, সে যে টাকে সংসার আর বিয়ে ভাবছিল সেটা আসলে একটা ডিল।

এরপর সে শুভ্রর পাশে দাঁড়িয়ে তার দাদাকে খুঁজে বের করার কাজে সাহায্য করে এবং তার মাঝখানে শুভ্রর নানা বিপদে সূর্যর পাশে দাঁড়ায়। শেষমেষ সমস্ত সমস্যার সমাধান করে এসে নিজের সংসার থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, ডিভোর্স পেপারে সাইন করে সে নিজের সংসার থেকে বেরিয়ে যায়। কিন্তু সব থেকে সুন্দর ব্যাপার হল জুঁই এর এই সংসার ত্যাগ করা ব্যাপারটা বাড়ির বড়রা মেনে নেয়, তারা জুঁইকে মানিয়ে নেওয়ার বদলে বলে জুঁই এর সাথে যা হয়েছে তা অন্যায়, তাই সে চাইলেই সংসার ছেড়ে যেতে পারে। এই ইতিবাচক মানসিকতার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন দর্শক।

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,
“Let’s give a hand to the wonderful modern, progressive women of the Chatterjee household!!

দাম্পত্যে সমস্যা হলে, বা স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হলে সবাই মেয়েদের কেই বলে, একটু মানিয়ে গুছিয়ে নিতে, compromise করে adjust করে নিতে। বাস্তবেও বলে, সিরিয়ালেও। সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলে কেউ সাথ দেয় না.. মেয়েদের দিক টা কেউ বুঝতেই চায় না! সেই জায়গায় দাঁড়িয়ে “সোহাগ জল” টিম গতকাল যা দেখালো তা সত্যি একটা সাহসী পদক্ষেপ, এবং অবশ্যই এই সমাজের কাছে একটা খুব দরকারী সামাজিক বার্তা যে বাড়ির বউ দের ঠিক কীভাবে সম্মান দিতে হয়! চ্যাটার্জী পরিবারের মহিলা রা দেখিয়ে দিলেন, মেয়ে হয়ে আরেক মেয়ের পাশে কিভাবে দাঁড়াতে হয়! এদের দ্বারা এই জরুরী৷ বার্তা ছড়িয়ে দেওয়া এই টিম কে কুর্নিশ জানাই, বাড়ির বউ এর আত্মসম্মানের এতটা মর্যাদা দেওয়ার জন্য!!

অন্য সিরিয়ালে দেখায়, এরম পরিস্থিতি তে বাড়ির সকলে মিলে কেঁদে কেটে্ বাড়ির বউ কে চলে যেতে মানা করে, আটকানোর চেষ্টা করে; কিন্তু এই প্রথম দেখলাম যেখানে সবাই জুঁই এর পাশে দাঁড়ালো আর বলল, যেখানে সম্মান নেই সেখানে তুই থাকবি না, আমাদের ছেলে তোর যোগ্য না, তুই চলে যা সত্যি এটা দারুণ লেগেছে.. এত রিয়ালিস্টিক ভাবে এই ব্যাপার টা দেখানোর জন্য hat’s off ”

Related Articles