বাংলা সিরিয়াল

ধসে গেল জগদ্ধাত্রী! জায়গা নিয়ে নিল সৃজন-পর্ণা! আবার মাথায় সেরার মুকুট নিয়ে নাচছে ভারত সেরা ধারাবাহিক অনুরাগের ছোঁয়া! মুখ লোকাবার জায়গা রইল না জ্যাস ভক্তদের! বিরাট রদবদল টিআরপি তালিকায়

দেখতে দেখতে আবার সপ্তাহের বৃহস্পতিবার এসে গেল এবং আবার টানটান এক উত্তেজনার দিন দর্শকদের। কারণ বৃহস্পতিবার মানেই ধারাবাহিকগুলির ভাগ্য নির্ধারণ(TRP List) হয়। কোন ধারাবাহিক এগোবে কোন ধারাবাহিক পিছিয়ে যাবে আবার কোন ধারাবাহিক টিআরপি তালিকা দের নামই তুলতে পারবে না এই নিয়ে চিন্তায় ঘুম উড়ে যায় বহু ধারাবাহিক প্রেমীদের। পাশাপাশি ধারাবাহিকের তারকাদের তো দুশ্চিন্তা হয় বটেই।

তবে অনুরাগের ছোঁয়া (Anurager Choya)ভক্তের সময়টা বেশ ভালই যাচ্ছে। আবার বেঙ্গল টপার এই ধারাবাহিক। নতুন বছর পড়তেই নিজেদের সেরার জায়গাটা ধরেই রেখেছে ধারাবাহিক। দার্জিলিং যাত্রা যুগ যুগ জিও। তবে এবার কপাল পুড়েছে জ্যাস সান্যাল ভক্তদের। যাও বা দ্বিতীয় স্থানে আটকে ছিল। আজকের টিআরপি তালিকাতে সেখান থেকেও নেমে গেল নিচে। তৃতীয় স্থানে খুশি থাকতে হলো ধারাবাহিককে। তবে বড়সড়ো রদবদল ঘটিয়ে নিম ফুলের মধু (Nim Phuler Modhu)উঠে এসেছে দ্বিতীয় স্থানে। সৃজন আর পর্নার মান অভিমানের পালা দর্শক ভালই এনজয় করছেন বোঝাই যাচ্ছে।

পাশাপাশি বাকি ধারাবাহিক গুলির ক্ষেত্রেও নাম্বারের খুব হেরফের দেখা গিয়েছে। এখন দেখে নেওয়া যাক এক নজরে কোন ধারাবাহিক কত নম্বরে দাঁড়িয়ে।

প্রথম- অনুরাগের ছোঁয়া ৭.০

দ্বিতীয়-নিম ফুলের মধু ৫.৯

তৃতীয়-জগদ্ধাত্রী ৫.৮

চতুর্থ-খেলনা বাড়ি ৫.৭

পঞ্চম-গৌরী এলো ৫.৬

ষষ্ঠ-রাঙা বউ ৫.৪

সপ্তম- হরগৌরী পাইলস হোটেল ৫.১

অষ্টম-মিঠাই ৫.০

নবম-পঞ্চমী ৪.৭

দশম-বাংলা মিডিয়াম, মেয়ে বেলা ৪.৫

তবে নন ফিকশন শো গুলির মধ্যেও বেশ চমক ধরা দিয়েছে। প্রথম স্থান দখল করেছে দিদি নাম্বার ওয়ানে সানডে ধামাকা। মোট প্রাপ্ত নম্বর ৫.২। দ্বিতীয় স্থানে রয়েছে ডান্স বাংলা ডান্স ৪.৭। সুপার সিঙ্গার তৃতীয় স্থানে রয়েছে। প্রাপ্ত নম্বর ২.৩।

Related Articles