বাংলা সিরিয়াল

অনুরাগকে হারানো মুশকিন হি নেহি না মুমকিন হে! আবার সেরা সূর্য-দীপা! মারাত্মক ব্যবধানে এগিয়ে গেল জগদ্ধাত্রীর থেকে, উল্টো দিকে ‘বালিঝড়’ নিজেই উড়ে গেল মিঠাই ঝড়ে! প্রকাশিত এ সপ্তাহের টিআরপি তালিকা

আবার সপ্তাহে ঘুরে ফিরে বৃহস্পতিবার এসেছে। আবার দর্শকদের মনে দুরু দুরু চিন্তা শুরু হয়েছে। কারণ বৃহস্পতিবার মানেই তো ধারাবাহিকগুলি ফলাফল প্রকাশের দিন। একবার দেখে নিতে হবে না সারা সপ্তাহ ধরে যে ধারাবাহিক দেখলেন সেটা কত নম্বর জায়গা পেল। অবশ্যই টিআরপি তালিকা(TRP List) নিয়ে দর্শকদের মধ্যে একটা আলাদা উন্মাদনা থাকে। পাশাপাশি যারা ধারাবাহিকের কলাকুশলী তাদেরও বেশ চিন্তা থাকে দিনটাকে ঘিরে।

আর দেখতে দেখতে সপ্তাহের টিআরপি তালিকা আবার প্রকাশ্যে। আর বরাবরের মতো অনুরাগের ছোঁয়াই বাংলা সেরা হয়েছে। মোট ৮.৫ নম্বর নিয়ে টপ করেছে এই ধারাবাহিক। উল্টোদিকে দ্বিতীয় স্থানে বরাবরের মতো জগদ্ধাত্রী যেন খুঁটি পুতে রেখেছে। যার প্রাপ্ত নম্বর অনেকটাই কম, ৭.৯। বেশ বড় রকমের ব্যবধান হয়েছে প্রথমের সঙ্গে।

তারপরের তালিকা গুলোর হিসেব খুব একটা হেরফের হয়নি। তিন নম্বরে রয়েছে খেলনা বাড়ি, ওখানে রয়েছে গৌরী এলো এবং নিম ফুলের মধু। তবে পঞ্চম স্থানে সবাইকে অবাক করে দিয়ে জায়গা দখল করেছে পঞ্চমী।

এবার এক নজরে দেখে নেওয়া যাক কোন ধারাবাহিক কত নম্বর পেয়ে এগিয়ে রয়েছে।

প্রথম- অনুরাগের ছোঁয়া (৮.৫)

দ্বিতীয়- জগদ্ধাত্রী (৭.৯)

তৃতীয়-খেলনা বাড়ি (৭.৩)

চতুর্থ- গৌরী এলো/ নিম ফুলের মধু (৭.১)

পঞ্চম- পঞ্চমী (৬.৬)

ষষ্ঠ- রাঙা বউ (৬.৫)

সপ্তম- মেয়েবেলা/ বাংলা মিডিয়াম (৬.৩)

অষ্টম- গাঁটছড়া/ মিঠাই (৫.৯)

নবম-সোহাগ জল (৫.৭)

দশম- এক্কাদোক্কা (৫.৬)

তবে প্রথম সপ্তাহেই বেশ বড় রকমের ছক্কা হাঁকিয়েছে কমলা এবং শ্রীমান। তাদের প্রাপ্ত নম্বর (৪.৮)। ওপেনিং হিসেবে যথেষ্ট ভালো নম্বর মনে করছেন ধারাবাহিক প্রেমীরা। তবে অন্যান্য নতুন শুরু হওয়া ধারাবাহিক গুলির অবস্থা ভীষণভাবেই শোচনীয়।

পাশাপাশি নন ফিকশন শো গুলির ক্ষেত্রে এগিয়ে রয়েছে সানডে ধামাকা দিদি নাম্বার ওয়ান। তাদের প্রাপ্ত নম্বর (৬.৮)। এছাড়া দ্বিতীয় স্থানে রয়েছে ডান্স বাংলা ডান্স (৬.৩)। তৃতীয় স্থানে রয়েছে সুপার সিঙ্গার চার( ৩.৫)

Related Articles