বাংলা সিরিয়াল

“এটার কোনো গল্প আছে আদৌ!! হুদাই ধর্মের নামে গাঁ;জা দেখায়” ‘গৌরী এলো’ ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও দেখে নতুন করে কটাক্ষের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়

ধারাবাহিক হলো বর্তমান সময়ে মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। একটা দিন ধারাবাহিক গুলি দেখতে ভোলেন না দর্শক। বিকেল হলেন টিভির সামনে বসে পড়েন একের পর এক ধারাবাহিক গুলি দেখার জন্য। আর যেহেতু বর্তমানে ধারাবাহিকগুলি পুরোটাই টিআরপি নির্ভর তাই দর্শকদের পছন্দের ধারাবাহিক গুলি TRP তালিকায় প্রথমে এক থেকে দশের মধ্যে থাকে।

আর সেরকমই দর্শকদের পছন্দের একটি ধারাবাহিক হলো জি বাংলার ‘গৌরী এলো’ ধারাবাহিক। এই ধারাবাহিক শুরু থেকেই দর্শকদের ভালবাসার পাশাপাশি অনেক দর্শকদের সমালোচনার শিকার হয়েছে। এই ধারাবাহিকে বিজ্ঞান এবং ভগবানের মধ্যে দ্বন্দ্ব নিয়ে একটি গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকে ঈশান ঘোষাল এর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় এবং নায়িকা গৌরীর চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী মোহনা মাইতি। ধারাবাহিক দুইজনকে হরগৌরীর একটি রূপ হিসেবেই দেখা যাচ্ছে। ধারাবাহিকে মাঝেমধ্যেই গৌরীকে মা কালীর রূপ ধরতে দেখা যায়। আসলে গৌরী হল ঘোমটা কালী মায়ের একটি অংশ। আর ঈশান মহাদেবের অংশ।

দুজন মিলে মাঝেমধ্যেই নানা অসাধ্য সাধন করে। কিন্তু তাদের সব সময় বিপদে ফেলতে চায় ঈশানের পিসি শৈল মা। সবসময় গৌরীর ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। নানান রকম চক্রান্ত করে গৌরীকে বিপদে ফেলার চেষ্টা করেন তিনি। তবে গৌরীও মা কালীরূপে সেই সমস্ত বিপদকে নাশ করেছে।

সম্প্রতি ধারাবাহিকের একটি নতুন প্রমো ভিডিও সামনে এসেছে। আর সেখানেই দেখা যাচ্ছে এক পাপী তান্ত্রিক কে নিজের হাতে শাস্তি দিচ্ছে সে। ত্রিশূল হাতে লাল পাড় সাদা শাড়ি পড়ে যেন মা দুর্গার মতো অসুর বধ করছে ত্রিশূল হাতে। এই প্রমো দেখে অনেকেই ভিন্ন ভিন্ন মন্তব্য করেছেন।

যেমন একজন লিখেছেন, “ত্রিশূল ধরে আছে না ঝাড়ু দিয়ে বাথরুম পরিস্কার করছে ধরা মুশকিল”, বা কেউ লিখেছেন, “চলো বাথরুম পরিস্কার করি* প্রকল্পের প্রধান নায়িকা”, আবার কারর কটাক্ষ “এটার কোনো গল্প আছে আদৌ!! হুদাই ধর্মের নামে গাঁ’জা দেখায়”

Related Articles