বাংলা সিরিয়াল

সামনে আসল অঙ্কিতার জন্ম পরিচয়! সুদূর বাংলাদেশের সঙ্গে জড়িয়ে রয়েছে মাটির টান! জানুন ‘কলকাতার লেডি গোয়েন্দা’ জগদ্ধাত্রীর অজানা কথা

জি বাংলা(Zee Bangla)র জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী(Jagadhatri)। মাঝে একটু পিছিয়ে গেলেও এখন একটানা নিজেদের চ্যানেল টপার ধরে রেখেছে এই ধারাবাহিক। একটা সময় ছিল যখন বেঙ্গল টপারও ছিল। কিন্তু যত দিন যাচ্ছে জগদ্ধাত্রী ধারাবাহিকের জনপ্রিয়তা আবার নতুন করে সামনে আসছে। বিশেষ করে ধারাবাহিকের মুখ্য ভূমিকায় যিনি রয়েছেন অঙ্কিতা মল্লিক(Ankita Mallick)। দর্শক তাকে প্রথম দেখাতেই ভালোবেসেছেন।

আবার জগদ্ধাত্রী নায়ক স্বয়ম্ভুকেও বেশ পছন্দ করেন। বন্দুক হাতে জগদ্ধাত্রী যখন দুষ্কৃতীদের পেছনে ধাওয়া করে তখন টানটান হয়ে বসে থাকেন দর্শক। এক এক সময় এই ধারাবাহিকের চরিত্রগুলি আমাদের এতটাই প্রিয় হয়ে ওঠে যে তাদের আসল পরিচয় সম্পর্কেও আমরা জানতে উৎসাহী হয়ে উঠি। এই যেমন তার বসবাস কোথায় সে কি করে? কত দূর পড়াশোনা করেছে সেই সবকিছু নিয়েই খুঁটিনাটি জানতে আগ্রহী হয়ে ওঠেন তার ভক্তরা।

তেমনই জগদ্ধাত্রীকে ভালোবেসে তার জন্ম পরিচয় খুঁজে বার করলেন এক গোয়েন্দা ভক্ত। সম্প্রতি সামাজিক মাধ্যমের পাতায় তুলে ধরেছে জগদ্ধাত্রী আসল পরিচয়। তার কথা অনুযায়ী জগদ্ধাত্রীর বসতি বাংলাদেশে। সংবাদ মাধ্যম থেকেই জানতে পেরেছে। বঙ্গদেশে এই সুন্দরী এখন কলকাতার গোয়েন্দা হয়ে দর্শকদের মনে রয়েছেন।

তিনি লিখেছেন,’আজ জানলাম অঙ্কিতা মানে সকলের প্রিয় জগদ্ধাত্রী বাংলাদেশী
বাংলাদেশী অঙ্কিতা কলকাতার লেডি গোয়েন্দা।
স্টার আনন্দ প্রতিবেদক : বঙ্গদেশী সুদর্শনা তরুণী অঙ্কিতা মল্লিক লেডি গোয়েন্দা হয়ে কলকাতা কাঁপাচ্ছেন। শুধু কলকাতাই নয়, পূর্ব এবং পশ্চিম বাংলার টিভি দর্শক দেখছেন তার গোয়েন্দাগিরি। কলকাতার জি বাংলা চ্যানেলের প্রচার চলতি জনপ্রিয় সিরিয়াল ‘জগদ্ধাত্রী’ দিয়ে অঙ্কিতার এই গোয়েন্দাগিরি। এই সিরিয়ালের প্রধান চরিত্র জ্যাস সান্যাল। এই চরিত্রেই দাপুটে অভিনয় করছেন কলকাতায় বসবাসরত বাংলাদেশি অভিনেত্রী অঙ্কিতা মল্লিক।
জানা গেছে, একান্নবর্তী পরিবারের মেয়ে অঙ্কিতা। তার বাবা এবং মায়ের পরিবার বাংলাদেশে। এখনো দুই পরিবারের অনেকেই বাংলাদেশে বসবাস করছেন। অঙ্কিতার জন্ম ২০০১ সালের ২৮শে মে। বর্তমানে কলকাতার যাদবপুরে বসবাস করছেন তিনি। অঙ্কিতা সিঙ্গুর গোলাপ মোহিনী গার্লস হাই স্কুল থেকে পাশ করে বর্তমানে কলকাতার আশুতোষ কলেজে সাইকোলজি নিয়ে পড়াশোনা করছেন। অঙ্কিতার শৈশব থেকেই মডেলিংয়ের প্রতি ঝোঁক ছিল। ক্যামেরার সামনে প্রথম আসা মডেলিং নিয়ে। তার অভিনয়ের প্রথম ডাক আসে এই মডেলিং থেকেই।
কলকাতার দর্শকপ্রিয় বাংলা চ্যানেল জি বাংলার জগদ্ধাত্রী সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে অঙ্কিতার অভিনয়ে হাতেখড়ি হলেও বেশ জ্যাস সান্যাল চরিত্রে বেশ সপ্রতিভ এই অভিনেত্রী। ক্রাইম ব্রাঞ্চ অফিসার হিসাবে এমন সুন্দর একটি চরিত্র গড়ে তোলার জন্য তিনি এই সিরিয়ালের প্রযোজক স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন অঙ্কিতা। জগদ্ধাত্রী সিরিয়ালে অঙ্কিতার পছন্দের রোল দাপুটে গোয়েন্দা অফিসার জ্যাস সান্যাল। পাঁচ ফুট তিন ইঞ্চি উচ্চতার ২১ বছর বয়সী অঙ্কিতা একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেন। তার শেকড় যে বাংলাদেশ সে কথা অঙ্কিতা অকপটেই স্বীকার করেন’।

Related Articles