বাংলা সিরিয়াল

তবে কি সরস্বতী পুজোর দিনে জগদ্ধাত্রীর ভবলীলা সাঙ্গ! মিঠাইকে কপি করে গুলি খেয়ে মারা যাবে জ্যাস সান্যালও? চমকে দেওয়ার মতো প্রমো প্রকাশ্যে, উদ্বেগ বাড়ছে দর্শকদের মনে

জি বাংলার(Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী(Jagadhatri)। শুরু থেকেই এই ধারাবাহিক দর্শকদের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছে। যত দিন যাচ্ছে ধাপে ধাপে এর জনপ্রিয়তা বাড়ছে। ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করেন অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)এবং অভিনেতা সৌম্যদীপ মুখার্জী(Soumyadeep Mukherjee)। গল্পের নায়ক নায়িকা জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু দুজনেই স্পেশাল পুলিশ অফিসার।

অন্যদিকে জগদ্ধাত্রী সৎ বোনের বর উৎসব হল নায়ক স্বয়ম্ভুর সৎভাই। বলা যেতে পারে তিনি এই ধারাবাহিকের অন্যতম ভিলেন। সে যাবতীয় অপকম্মের সঙ্গে যুক্ত। বেআইনি কাজকর্ম করে থাকে উৎসব। আর তাকে ধরার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছে জগদ্ধাত্রী এবং তার টিম।

উল্টোদিকে স্বয়ম্ভুকে তার পিতৃপরিচয় এবং বাড়ির সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য প্রাণপণ লড়াই করছে জগদ্ধাত্রী। উল্টো দিকে স্বয়ম্ভু এবং উৎসবের জাঠ তুতো দিদি হলো কৌশিকী মুখার্জি। অন্যদিকে তাকে মারার জন্য পরিকল্পনা হলে তার মেয়ে কাঁকনের গায়ে গুলি লেগেছে।

আপাতত ধারাবাহিকে দেখা যাচ্ছে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কাঁকন। আর তার জন্য সমস্ত প্রমাণ জোগাড় করছে জগদ্ধাত্রী। সে যাবতীয় প্রমাণ পেয়ে গিয়েছে আপাতত লক্ষ্য শয়তানকে ধরা। এর মাঝেই হাজির হয়েছে ধারাবাহিকের নতুন প্রমো। যেখানে দেখা যাচ্ছে জগদ্ধাত্রী বন্দুক নিয়ে উৎসবকে ধরার জন্য তার পেছনে ধাওয়া করেছে।

অন্যদিকে স্বয়ম্ভু কৌশিকীকে বলছে আমি তো জগদ্ধাত্রীকে কোনদিন কিছু দিতে পারিনি সরস্বতী পুজোর দিন এই মঙ্গলসূত্রটা দেব। তখন কৌশিকী বলে উৎসবের দিনে নিজের সূত্রটা পরিয়ে দাও। কিন্তু উৎসবকে ধরতে গিয়ে বিপদের মুখে পড়ে জগদ্ধাত্রী। মৃণাল জগদ্ধাত্রীকে পেছন থেকে একটা কাঁচের পাত্রে আঘাত করে ফেলে দেয়। আর একটা বন্দুক এগিয়ে দেয় উৎসবের দিকে। উৎসব সেটা নিয়ে জগদ্ধাত্রীর দিকে ছুড়লে সে মাটিতে লুটিয়ে পড়ে যায়।

তবে কি সরস্বতী পুজোর দিনেই মিঠাইয়ের মতো ভবনিলা সাঙ্গ হবে জগদ্ধাত্রীর। এমনটাই প্রশ্ন উঠতে শুরু করেছে ধারাবাহিক প্রেমীদের মনে। স্বয়ম্ভু কি জগদ্ধাত্রীকে শেষ পর্যন্ত তার উপহার দিতে পারবে নাকি কোন বড় ক্ষতি হয়ে যাবে তার আগে। এসব জানতে হলে দেখতে হবে জগদ্ধাত্রীর পরবর্তী এপিসোড।

Related Articles