বাংলা সিরিয়াল

কোজাগরীর স্বপ্ন পূরণে শাশুমা থেকে বর,ছেলে কেউ পাশে নেই! বাস্তবকে তুলে ধরছে জল থৈ থৈ ভালোবাসা! বলছেন দর্শক!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হলো জল থৈ থৈ ভালোবাসা। এই ধারাবাহিকে দেখা যাচ্ছে যে, একটা সময় পর কোজাগরী যখন বুঝতে পারে তার নিজের একটা পরিচিতির ভীষণ ভাবে দরকার, তখন সে সিদ্ধান্ত নেয় যে, সে একটা ভাতের হোটেল খুলবে। এরপর কোজাগরির হেঁসেল নামে একটি ভাতের হোটেল খোলা হয়।

কিন্তু ধারাবাহিকে দেখা যায় কোজাগরীর এই কাজটাকে কেন্দ্র করে তার পরিবারের মানুষ আস্তে আস্তে তার প্রতি অসন্তোষ প্রকাশ করছে। তার দুই ছেলে তাদের স্ট্যান্ডার্ডের সাথে কোজাগরীর কাজ যায় না বলে এই কাজের বিরোধিতা করছে অন্যদিকে কোজাগরীর শাশুড়ি মা মানতে পারছেন না যে, তার সংসার সামলানোর জন্য তিনি যে মেয়েকে নিয়ে এসেছিলেন, সংসারের বাইরে তার আলাদা কোনো চাহিদা গড়ে উঠবে। একইভাবে উচ্চ শিক্ষিত একটা কলেজের প্রফেসর হওয়ার পরেও কোজাগরীর বর উদ্যলোক বাবু আজ কোজাগরীর বিরুদ্ধে দাঁড়িয়েছেন।

আরও পড়ুন : অনুরাগের যা এপিসোড মিঠিঝোরা ৩+ এ নেমে আসবে! মিঠিঝোরাকে এখন মেপে মেপে পা ফেলতে হবে নৈলে অনুরাগকে হারানো যাবে না

কোজাগরী কখনো ভাবতে পারে নি, তার স্বপ্ন পূরণে এই মানুষগুলোকে সে পাশে পাবে না! কিন্তু বাস্তবে সেটাই হয়েছে! এই ধারাবাহিকে কোজাগরীর এই স্বনির্ভর হ‌ওয়ার মধ্য দিয়ে যে বিষয়গুলি তুলে ধরা হয়েছে, সেই বিষয়গুলি দেখে দর্শক রীতিমতো বাকরুদ্ধ হয়ে গেছেন। তারা অনেকেই বলছেন কোজাগরীর মধ্য দিয়ে অনেক বাস্তব ঘটনা উঠে আসছে।

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,,“ ৩২ বছর সংসার করবার পর যখন জানা যায়, যে লোকগুলোকে তাদের আপদে বিপদে নিজের মতন করে আগলে রেখেছিল, তারা আজ কেউ তার স্বপ্ন পূরণে পাশে নেই সামান্য একটা স্বার্থ সিদ্ধি না হবার কারণে তখন মনে হয় জীবনটাই বৃথা
কোজাগরী র মনের জোর,আর সহ্য করবার শক্তি,আর জেদ বড়ই অসীম তাই সে লড়াইটা শেষ পর্যন্ত চালিয়েই যাবে।কিন্তু উদ্দ্যালক বাবুকে যে তার স্বপ্ন পূরণে পাশে পাবে না তা কোজাগরী র স্বপ্নের অতীত

আজ শাঁশুমা পরিষ্কার ভাবে বুঝিয়ে দিলেন যে একজন কম পড়াশোনা জানা একটা মেয়েকে বিয়ে করিয়ে বাড়িতে এনেছিলেন তাঁর সংসার সামলানোর জন্য,মানে বাড়ি সামলানোর জন্য কাজের লোক এনেছিলেন,যার জীবনে সংসারের কাজ করাটাই জীবনের এক মাএ লক্ষ,যার নিজের জীবন থেকে কোনো চাহিদা থাকবে না
সত্যি ই লজ্জা র ঘটনা।তাই আজ শাঁশুমার এতো পরিবর্তন,এতো কথা।

আরও পড়ুন : ধরা পড়েও শিক্ষা হয়নি ময়ূরীর, প্রমাণ নষ্ট করতে উঠে পড়ে লাগলো মেঘের গুণধর দিদি!

আজকের দিনে দাঁড়িয়ে একজন শিক্ষিত মানুষের কাছ থেকে এটা আশা করা যায় না
তবে আমার বিশ্বাস দিন ঘুরবে কোজাগরী আর আসমান একদিন প্রমাণ করবেই যে ওরা কতোটা সত্যি ছিল আর তারা কতোটা ভুল ”

Related Articles