বাংলা সিরিয়াল

‘যাক একটা দেখার মত কিছু আসছে’, প্রকাশ্যে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের প্রথম ঝলক, দস্যিপনা এবং ভালোবাসার গল্প নিয়ে এক নতুন গল্প সামনে আনছে স্টার জলসা

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সামনে এলো দস্যিপনা এবং ভালোবাসার গল্প কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ(Kamala Sriman Prithiraj)। আগেই জানা গিয়েছিল টিভির পর্দায় আসছে প্রাক স্বাধীনতার এই গল্প। এর আগে এমন ধরনের গল্প দেখা যায়নি স্টার জলসার (Star Jalsha)পর্দায়।

স্বাভাবিকভাবেই ধারাবাহিক ঘোষণা হওয়ার পর থেকে উত্তেজনার পারদ ভেঙ্গেছিল দর্শকদের মধ্যে। অবশেষে তার প্রথম ঝলক সামনে এলো। আর প্রথম ঝলকেই বাজিমাত। ঝলকে দেখা গিয়েছে রুদ্রপ্রতাপ ইংরেজ শাসকদের তোষন করতে তাদের বাড়িতে ডেকে এনেছে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখানোর জন্য। সেখানে তার মেয়ে কমলা এক বিশেষ চরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে তার চিরশত্রু ফনি ভূষণ ঘোর ব্রিটিশ বিরোধী। রুদ্র প্রতাপের ইংরেজ দেখে আদিখ্যেতা গায়ে জ্বালা ধরাচ্ছে তারা। এর মাঝেই এসে হাজির দস্যি দানব শ্রীমান পৃথ্বীরাজ। একেবারে হা রে রে রে করে ইংরেজকে ভাগিয়ে দস্যিপনা শুরু করে দিয়েছে।

যা দেখে মাথা ঘুরে যাওয়ার অবস্থার রুদ্র প্রতাপের। সেই সময় শ্রীমানের ঠাকুরমা বলে তাই ছেলের বিয়ে দিতে। হবি তো হ দুই চির শত্রুর চোখের মনি ছেলে মেয়ে সঙ্গেই বিয়ে হয়েছে। এই প্রমো সামনে আসতেই খুশিতে লাফাচ্ছেন দর্শক।

প্রসঙ্গত বাংলা সাহিত্যের প্রবাদ প্রতীম লেখক বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের গল্প কমলা এবং শ্রীমান পৃথ্বীরাজ। যে গল্প নিয়ে আবার ১৯৭২ সালে তরুণ মজুমদার সিনেমা বানিয়ে ছিলেন। যার মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল অয়ন ব্যানার্জি এবং মহুয়া রায়চৌধুরীকে। বলা বাহুল্য এই ছবি বাঙালির কাছে এখনো ভীষণ প্রিয়। সেই গল্পকে এবার টেলিভিশনের পর্দায় তুলে আনার প্রচেষ্টা করেছে স্টার জলসা।

স্বাভাবিকভাবে প্রমো আসার পর ইতিবাচক এর সঙ্গে নেতিবাচক মন্তব্যও চোখে পড়েছে। কারোর কারোর মতে একেবারেই জঘন্য এই প্রমো। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছে এত কম বয়সে আবার বিয়ে হয় নাকি। সব মিলিয়ে ভালো খারাপ দুই মন্তব্যই এসেছে প্রথম ঝলকের পর। এখন দেখার ধারাবাহিক শুরুর পর কতটা দর্শক গ্রহণ করেন।

Related Articles