বাংলা সিরিয়াল

খালি গলায় মিঠাই ধারাবাহিকের থিম সং গেয়ে সকলকে চমকে দিল ছোট্ট শাক্য অর্থাৎ ধৃতিষ্মান চক্রবর্তী

এই মুহূর্তে জি বাংলা অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো মিঠাই। ধারাবাহিকে অনেক পরিবর্তন এসেছে ধারাবাহিকের গল্প নতুন দিকে মোড় নিয়েছে সিদ্ধার্থ এবং মিঠাইয়ের একমাত্র ছেলে শাক্য ধীরে ধীরে বড় হয়ে উঠছে। মায়ের অভাব সে এখন কিছুতেই বুঝতে পারছে না মিঠির জন্য।

মিঠাই ধারাবাহিকে শাক্যর চরিত্রে যে খুদে শিল্পী কে আমরা অভিনয় করতে দেখতে পাচ্ছি তার আসল পরিচয় জানলে কি? জানলে আপনি অবাক হবেন। শিশু শিল্পী চরিত্রে যাকে অভিনয় করতে আমরা দেখতে পাচ্ছি তার আসল নাম হল ধৃতিষ্মান চক্রবর্তী। বয়স তার মাত্র ৫।

তবে মাত্র পাঁচ বছর বয়সী হলে কি হবে জাতীয় স্তরের শিল্পী সে। খোদ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে পুরস্কৃত হয়েছে সে। অনেক অল্প বয়স থেকেই গান গেয়ে প্রত্যেকের মন জয় করছে সে। শুধু তাই নয় পাঁচটি ভিন্ন ভিন্ন ভাষায় গান করতে পারে এই ছোট্ট খুদে। এই জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক রাষ্ট্রীয় বাল পুরস্কারে ভূষিত হয়েছে এই পুঁচকে গায়ক। বাংলা, হিন্দি, ইংরেজি, অসমীয়া সহ আরো ৭-৮ টি ভিন্ন ভাষায় গান গাইতে পারে ধৃতিষ্মান।

এরমধ্যে তাকে ‛ইয়ংগেস্ট মাল্টিলিঙ্গুয়াল সিঙ্গার’ হিসেবে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি এই খুদে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেছে। যে ভিডিওটিতে তাকে মিঠাই ধারাবাহিকের থিম সং গাইতে শোনা যাচ্ছে। সুরে তালে একেবারে সঠিক গান গাইছে সেই খুদে। খালি গলায় নিজের ঘরে বসে ‛নয়নে নয়নে রাখি তোমারে দিশার আলো তুমি আমার’। আর গানের এই ভিডিওটি শেয়ার করা মাত্রই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েছে। ইতিমধ্যে ৫০ হাজার মানুষ ভিডিওটি পছন্দ করেছে।

Related Articles