বাংলা সিরিয়াল

‘মেয়েবেলা ফ্লপ খাওয়ার কোন চান্স নেই! আরামসে বাজিমাত করবে গৌরী এলোর বিপরীতে’! ‘মেয়ে বেলা’ হিট হওয়ার পিছনে কী যুক্তি দেখালেন নেটিজেনদের একাংশ!

স্টার জলসার সদ্য আসা ধারাবাহিক হলো মেয়েবেলা। এই ধারাবাহিকটি অল্প কিছুদিন হলো সন্ধ্যা সাড়ে সাতটার স্লটে এসেছে। এই ধারাবাহিকের বিপরীতে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক গৌরী এলো। একটি গল্প তুমল বাস্তবোচিত প্রেক্ষাপটে লেখা, অপর গল্পটি বিজ্ঞান আধ্যাত্মিক মনস্কতা সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে লেখা। দুটি গল্পের বিষয়বস্তু একেবারেই অন্যরকম। মেয়ে বেলাতে তিন প্রজন্মের মেয়ের কষ্টের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে, অন্যদিকে গৌরী স্বয়ং মা ঘোমটা কালীর অবতার।

স্বাভাবিকভাবেই দর্শকদের একাংশের মানুষ তাই এই মেয়ে বেলা ধারাবাহিকটি শুরুর প্রথম থেকেই বলে যাচ্ছিল যে, গৌরী এলোর মত এত হাই ভোল্টেজ ড্রামার বিপরীতে মেয়ে বেলার মতো একটা সাদামাটা গল্প কোনো দিনই স্লট পাবে না। কারণ মেয়ে বেলাতে কোন ধুম তানানা মিউজিক নেই, মেয়েবেলা দেখতে বসে কখনো মনে হয়না সিরিয়াল দেখছি, মনে হয় সামনের বাড়ির ঘটনা। অন্যদিকে গৌরী এলো তে প্রতিমুহূর্তেই দেবী কালীরর একেকটা অবতারের প্রকাশ ঘটছে গৌরীর মধ্যে! দুটো গল্পের মধ্যে এতটাই পার্থক্য যে কিছু মানুষ মনে করেন গৌরী এলোর বিপরীতে মেয়েবেলা ফ্লপ হবে। কিন্তু দর্শকদের একাংশের মানুষ আবার মনে করে যে, মেয়েবেলা ফ্লপ হবেনা হিট হবে। তাদের বিশ্বাসের পিছনে কিছু যুক্তি নির্ভর কারণ ও তারা দেখায়। এইরকমই একজন নেটিজেন সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করেছেন যে, মেয়ে বেলা আসলে কেন ফ্লপ না হয়ে হিট হবে বলে তার মনে হয়।

সোশ্যাল মিডিয়ায় ওই নেটিজেন লিখেছেন,“ মেয়েবেলা ফ্লপ খাওয়ার কোনো চান্স নেই ! কারণ?

কারণ হলো ৭:৩০ টার স্লট নিজেই ! অনেকেই রাত ৮ টা কে সুপার প্রাইম বলে কিন্তু আমার মতে ৭:৩০ টা সুপার প্রাইম কারণ এই টাইম এ যারা টিভি দেখে না তারাও টিভির সামনে বসে যায় ! জলসায় ৭:৩০ টার স্লট এ ফ্লপ সিরিয়াল নেই কোনো ঠিক একইভাবে জি তে ও গোয়েন্দা গিন্নির পর কোনো সিরিয়াল ফ্লপ খায়নি । সুরিন্দর আর ফ্যামিলি ড্রামার কথা টা মাথায় রেখে ই বোধয় জলু ৭:৩০ টার স্লট দিয়েছে ! কিন্তু সুরির ও হাত পা বেঁধে বসে থাকলে চলবেনা , যা ভেবেছিলাম সেটাই সুরি প্রেজেন্টেশনে খামতি দেখাবেই ! এই একই কারণে লালকুঠি বোধী শেষ হইসে ।

মেয়েবেলার ক্যামেরা যথেষ্ট খারাপ ! ৫:৩০ টার এখানে আকাশ নীল এও এত বাজে ক্যামেরা ছিলনা ! বর্তমানে সবচেয়ে উদ্ভট ক্যামেরা ! তাছাড়া স্ক্রিনপ্লে ও স্লো ! স্লো করে চালালে High Voltage গৌরীর অপসিটে কেমনে TRP আসবে? খালি কন্টেন্ট এর দোহায় দিলেই হয়না প্রেজেন্টেশন বেটার করা লাগে ! এত ATS রিচ থাকার সত্ত্বেও TRP বাড়ছেনা শুধুমাত্র স্লো এপি র কারণে । সুরি এই দুইটি বিষয়ের উপর নজর দিলেই TRP তে আরামসে বাজিমাত করবে মেয়েবেলা , কিছু কিছু সিন এত টানার প্রয়োজন হয়না সেই জায়গায় বেশি টেনে দেয় !”

Related Articles