বাংলা সিরিয়াল

আদৃত ভার্সেস সৌমি! গ্রুপের মধ্যেই দলবাজি চালাচ্ছে দুই তারকা ভক্তদের দল ! মাঝখান থেকে অস্বাস্থ্যকর হচ্ছে গ্রুপের পরিবেশ! ক্ষোভ উগ্রে দিলেন এক সদস্য

জি বাংলা(Zee Bangla)র অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক মিঠাই(Mithai)। তবে ধারাবাহিকের মতো ধারাবাহিকের চরিত্রগুলি দর্শকদের বড্ড বেশি পছন্দের। মিঠাই-সিদ্ধার্থ সবার মতই দিদিয়া, নিপা, রুদ্র দা, ঠাম্মি দাদু প্রত্যেকটি চরিত্রই দর্শকদের খুব পছন্দের। তবে কিছু ক্ষেত্রে দর্শকেরা বড্ড বেশি ঢুকে পড়ে ধারাবাহিকের মধ্যে। তাই সেগুলো শুধু চরিত্র আর থাকে না, বরং ঘরের সদস্য হয়ে ওঠে।

এই যেমন সিদ্ধার্থ এবং মিঠাই দুজনে কখন যে চরিত্রের মধ্যে থাকতে থাকতে লোকের বাড়ির সদস্য হয়ে উঠেছেন তা অনেকেই বুঝতে পারেনা। তবে ধারাবাহিকের তারকারাও মানুষ এটা মাথায় রাখতে। রিল জীবনে তাদের যাই ঘটুক না কেন পর্দার বাইরে তাদের জীবনটা একান্তই ব্যক্তিগত। তারা কাদের সঙ্গে সম্পর্ক রাখবেন কাদের সঙ্গে সম্পর্ক রাখবেন না এই নিয়ে প্রায় সই ভক্তদের মধ্যে ঝামেলা বেধে যায়।

যেমন বেশ কিছু মাস ধরেই ভক্ত সংখ্যা ভাগ হয়ে গিয়েছে দুটি দলে। একদল ভাগ হয়েছে আদৃতের দিকে আর একদল ভাগ হয়েছে সৌমিতৃষার দিকে। দু দলের মধ্যেই মাঝে মধ্যেই ঝামেলা লেগে যায়। আর সেই ঝামেলা এতটাই মারাত্মক যে ব্যক্তি আক্রমণ পর্যন্ত হয়ে যায়। তবে গ্রুপের মধ্যে এই ধরনের ঝামেলার শিকার হয় সত্যিকারে ধারাবাহিক প্রেমীরা। সম্প্রতি এক ধারাবাহিক প্রেমি সেই রাগ উগরে লিখেছেন,’অসহ্যকর পরিবেশ!

আদৃত-সৌমি আর ওদের বাবা মা ও মনে হয় এতটা ভাবেনা যতটা পাবলিক ভাবে।এইসব আজাইরা চিন্তা, গবেষণা না করে নিজের লাইফ নিয়ে ভাবলে তাও কিছু কাজে দিবে! ১বছর ধরে এসব চলছে, আপনারা হাঁপান না? নিজেরা নিজেরা তো ঝামেলা করেনই তার সাথে সাধারণ দর্শকগুলোরও রুচি নষ্ট করে দেন। কে কার পিছে লাগলো, কার সাথে কে কি করলো, কে কার প্রশংসা করলো এসব বাদ দিয়ে নিজের জীবন ক্যারিয়ার নিয়ে ভাবুন না! সবকিছুর একটা লিমিট আছে। নিজের জীবনে কে কি সেটা বোধহয় দেখার সুযোগই পান না অনেকে আরেকজনের জীবনে কি ঘটছে সেটা নিয়ে ব্যস্ত। দুইপক্ষের এসব ক্যাচাল গ্রুপের পরিবেশটাই নষ্ট করে দেয়। এমন একটা অবস্থা যেন সিরিয়াল, হিরো হিরোইনই জীবনের সব!

কেউ ঝগড়া করতে আসবেন না’।

Related Articles