বাংলা সিরিয়াল

‘সিরিয়ালের কাপেল বাস্তবেও হবে তা তো কোথাও লেখা নেই’! আদৃত আর কৌশাম্বীকে একনাগাড়ে অপমান করাতে ক্ষেপে গেলেন ভক্তরা! ‘বড্ড বেশি বাড়াবাড়ি করে অন্ধ মিঠাই ভক্তরা’

জি বাংলা(Zee Bangla)র অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক মিঠাই(Mithai)। তবে ধারাবাহিকের মতোই তার চরিত্রগুলি ও দর্শকদের খুবই পছন্দের। বিশেষ করে সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)এবং আদৃত রায়(Adrit Roy) দর্শকদের অন্যতম পছন্দ তো বটেই। পাশাপাশি রাজীব দা, দিদিয়া, রুদ্র, নিপা, ঠাম্মি দাদু প্রত্যেকেই দর্শকদের বড্ড বেশি পছন্দের। সব মিলিয়ে যেন একটা পরিবার হয়ে উঠেছে।

এখানে মিঠাই ভক্তদের মধ্যে রয়েছে আবার ভাগ। কিছু সংখ্যক অন্ধ মিঠাই ভক্ত মনে করেন আদৃত আর সৌমির পর্দায় আর বাস্তবে সম্পর্ক একেবারেই আলাদা। আর সেটার পেছনে আসল কারণ নাকি কৌশ্যাম্বী(Kaushambi Chakraborty)। এমনটাও মনে করেন কৌশাম্বী আর আদৃত একে অপরের সঙ্গে সম্পর্ক রয়েছেন তাদের বাগদান সারা হয়ে গিয়েছে। আর তাই তারা মিঠাইকে ইচ্ছে করে অপমান করে। তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি করেছে।

পরিষ্কারভাবে বলতে গেলে তারা দাবি করেন মিঠাই অর্থাৎ সৌমি নির্দোষ। কৌশাম্বী আর আদৃত মারাত্মক ভাবে কুচুটে। এই নিয়ে কম জল্পনা চলে না বিভিন্ন ধারাবাহিকের পেজ গুলিতে। একে অপরকে গালিগালাজ তো বটেই চূড়ান্ত মাত্রায় ঝামেলা বাধে সেই সমস্ত গ্রুপে একটি ধারাবাহিককে কেন্দ্র করে।

আর এই ব্যাপারটাই মেনে নিতে পারেন না সত্যিকারের মিঠাই ভক্তরা। তাদের মতে পর্দায় যাদের এক সঙ্গে ভালো লাগছে বাস্তবে তাদের একসঙ্গে থাকতে হবে এমনটা কোন মানেই নেই। তারা প্রত্যেকেই স্বাধীন এবং যার সঙ্গে ভালো থাকবেন তারা নিজেরা মনে করেন তাদের সঙ্গেই তারা থাকতে পারেন। এই নিয়ে এক ভক্ত লিখেছেন,’কিছুদিন ধরেই দেখছি কিছু মানুষ আদৃত‍্য আর কৌশাম্বী কে নিয়ে পড়ে আছে তারা নাকি রিয়েল লাইফে প্রেম করছে, ভালো কথা।

কিন্তু তারা বিশেষ করে মিঠাই ফ‍্যানদের কে উস্কানি দেয়ার জন‍্য এদের দুজনকে নিয়ে পোস্ট করছে। সিরিয়ালের কাপলগুলো যে বাস্তবেও হবে তা তো কোথাও লেখা নেই। তাহলে এদের কে কেন্দ্র করে পোস্ট করে কোনো লাভ আছে। আমি এদের ফ‍্যান ও নই হেটার ও নই তবুও কিছু মানুষের এরকম বারাবারি দেখে পোস্ট করা। এখানে দুটি দল, একদল আদৃত‍্য আর কৌশাম্বী কে নিয়ে খোচাঁ দেয়া পোস্ট করে। আরেক দল এদের পোস্ট দেখে তাদের অপমান করে বলে এদের মানায়নি। কেন ভাই সব কি আমরা ঠিক করে দিবো।
( এতো কথা বলার জন‍্য ক্ষমা চেয়ে নিচ্ছি )’।

তার কথার সঙ্গে সহমত পোষণ করে একাধিক ভক্ত লিখেছেন,’ কিছু অঘোষিত ফ্যান আছে যারা নিজেদের আদৃত আর কৌশম্বির অভিভাবক মনে করে। ওদের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলাটা যে অসভ্যতা সেটাই তারা বোঝে না।’ কেউ কেউ আবার গ্রুপের দিকে আঙুল তুলেই বলেছেন,’ এই ধরনের গ্রুপগুলো বানানো হয় এমন কাজ করার জন্য’।

Related Articles