বাংলা সিরিয়াল

‘বাংলার মুখ আসলে মিঠাই’! মিঠাইরূপী সৌমিতৃষার মধ্যে জীবনানন্দের কবিতার সার্থকতা খুঁজলেন এক ভক্ত

দর্শকদের অত্যন্ত পছন্দের ধারাবাহিক মিঠাই(Mithai)। জি বাংলা(Zee Bangla)র পর্দায় দীর্ঘ দু’বছর ধরে এই ধারাবাহিক যেভাবে জনপ্রিয়তা শিখরে রয়েছে তাতে তাকে হারানো খুব চাপের। বিশেষ করে নতুন ধারাবাহিকগুলি এসে টিআরপি তালিকা দখল করলেও জনপ্রিয়তার দিক থেকে এখনো মিঠাইকে হারাতে পারেনি কেউ। আর তার কেন্দ্রে রয়েছে এই ধারাবাহিকের মুখ্য চরিত্র মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু(Soumitrisha Kundu)।

সৌমির ফ্যান ফলোয়ার মারাত্মক। সোশ্যাল মিডিয়ার(Social Media) পাতায় চোখ রাখলে তার ফ্যান সংখ্যা দেখে চোখ কপালে ওঠার জোগার। টলিউডের যে কোন প্রথম সারির নায়িকাকে খুব সহজেই টেক্কা দিতে পারেন মিঠাই তার ভক্ত সংখ্যা দিয়ে। কিন্তু এত জনপ্রিয়তার কারণ কি? কোন ধারাবাহিকের নায়িকার ক্ষেত্রে কি এটা এতটাই স্বাভাবিক?

একেবারেই নয়, এর আগেও একাধিক ধারাবাহিকের নায়িকা দর্শকদের মন জয় করেছে। কিন্তু তাদের মধ্যে গিয়েও মিঠাই যেন কোথাও একটু আলাদা। বিশেষ করে তার শান্ত স্বাভাবিক এবং সচ্ছল স্বভাব। এতটাই প্রাণবন্ত সে এবং এতটাই সহজ-সরল এটাই আসলে তার ইউএসপি। পাশাপাশি তার অভিনয় দক্ষতা এবং তার প্রতি ভক্তদের ভালোবাসা বারবার সামনে এনেছে সে। আর ঠিক এই জায়গাতেই মিঠাই আলাদা।

সম্প্রতি এক মিঠাই ভক্ত ভালোবাসার বিশেষ দিনে মিঠাইকে নিয়ে ভালোবাসা উজার করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ার পাতায় তিনি লিখেছেন,’
পরনে সাদামাটা আটপৌরে একটা শাড়ি, সিঁথি রাঙা সিঁদুরে আর মুখে সেই চিরচেনা হৃদয় কাড়া হাসি। বড্ড সাধারণ! সত্যিই কি সাধারণ? ধারাবাহিকের প্রধান চরিত্র কিন্তু কখনো তাকে দেওয়া হয়নি এমন পোশাক যা ট্রেন্ড তৈরি করতে পারে। কোনো পুজো, ইদ কিংবা নানান পার্বণে আসেনি তার নামের কোনো শাড়ি কিংবা চুড়িদার। কিন্তু তাকে এড়ানো গেছে কি? পেরেছে কেউ এড়িয়ে যেতে?! না পারেনি। কোনো পোশাকের নাম হয়তো হয়নি কিন্তু তবুও তার মিষ্টতা চারিদিকে। যেদিকে তাকাও মিঠাই, যেদিকে তাকাও সৌমিতৃষা। তার চমৎকার পর্দায় উপস্থিতি ছাপিয়ে গেছে সবকিছু। জানিনা কোনো মানে আছে কি না তবুও মিঠাইকে দেখে, মিঠাইরূপী সৌমিতৃষাকে দেখে মনে হয়,
বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ
খুঁজিতে যাই না আর
– জীবনানন্দ দাশ
সবাইকে বিশ্ব ভালবাসা দিবসের শুভেচ্ছা।’

Related Articles