বাংলা সিরিয়াল

গল্প ৩৬০ ডিগ্রি ঘুরে মিঠিই মিঠাই প্রমাণ হলো! মিঠির মনোলগ আর টো রিং প্রমাণ করে দিল সবটা! স্ক্রিপ্ট এর অভিনবত্ব দেখে ধন্য ধন্য করছেন দর্শক!

জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক মিঠাই তে মিঠিই মিঠাই কিনা এই আশা যখন দর্শকরা ধীরে ধীরে হারিয়ে ফেলছিলেন, তখন নতুন আরেকটি রহস্য চলে এলো দর্শকদের সামনে আর যে রহস্য দেখে দর্শকদের মনে হচ্ছে মিঠি মিঠাই। কারণ মিঠাই টো রিং।

মিঠাই যখন বেঁচে ছিল তখন মিঠাই তার পায়ে একটা টো রিং সব সময় পড়ে থাকতো।এরপর মিঠাই মারা গেছে এবং তারপর তিন থেকে চার বছর অতিক্রম হয়েছে। এরপর শাক্যর টিচার হিসেবে মনোহরাতে এসেছে মিঠি। সে হুবহু মিঠাই এর মত দেখতে হলেও সে মিঠাই নয়, মিঠাই সাথে তার এক বিন্দু মিল নেই শুধু শাক্যর প্রতি তার একটা অন্য রকম টান আছে।

ঘটনাচক্র সিদ্ধার্থের সাথে বিয়ে হয়ে যায় মিঠির,তবে সে নিজেকে সিদ্ধার্থের স্ত্রী হিসেবে কখনোই ভাবে না, শুধুমাত্র শাক্যর কারনেই সে মনোহরাতে থেকে যায়। এরপর বড়দিনের সময় শাক্য সান্তার কাছে নিজের মাকে একবার শেষবারের মতো দেখতে চাওয়ার আবেদন করে। এই কথা শুনতে পেয়ে মিঠি হুবুহু মিঠাই এর মতো সাজে। পরদিন শাক্য একটি টো রিং নিয়ে এসে বলে কাল রাত্রে মা এসেছিল। সেই টো রিং টা দেখে মিঠি খুব অবাক হয়, সে মনে করতেই পারে না যে সে সেটা পড়েছিল কিনা কারণ সে যখন মিঠাই সাজছিল তখন সে নাকি একটা ঘোরের মধ্যে ছিল! এই ঘোরটা কি? তার মানে কি সেই মিঠাই?

কিছু কিছু দর্শক বলছেন এটা একটা ক্লু ছিল যে মিঠি মিঠাই। কারোর মতে মিঠাই এর আত্মা মিঠির মধ্যে প্রবেশ করে। একজন নেটিজেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে,“ #মিঠাই
সাধে কি আর রাখি ম্যামকে “script এর সৌরভ গাঙ্গুলি” বলা হয় ??????
Suspense কিভাবে create করতে হয়,,,, তা উনি পড়তে পড়তে ভালোই জানেন..
লাস্ট 14th নভেম্বর থেকে till today,,,, একটাই প্রশ্ন দর্শকমহলে,, দর্শকদের মনে মনে ঘুরে বেড়াচ্ছে,,,, যে “মিঠি ই কি আমাদের সেই তুফানমেল/ মিঠাইরানী ???”
মিঠির কিছু habits মিঠাইয়ের সাথে হুবহু মিলে যাচ্ছিল বলে,,, প্রথম থেকেই আমরা predict করছি,,, যে মিঠি ই আমাদের মিঠাইরানী।।।।।
তারপর মিঠির কিছু monologue শুনে,,, আমরা দর্শকরাই একদম 180° ঘুরে গিয়ে (যেহেতু confusion এ ভুগছি,,, তাই 360° ঘুরতে পারছিনা..) বলছি যে এটা মিঠাই হতেই পারেনা।।। মিঠি মিঠাই দুজন আলাদা মানুষ
একটা time এর পর ,,”,মিঠি ই মিঠাই” এই hope টা বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছিল,,, ঠিক সেই মুহূর্তে হাজির হলো এই TOERING (আঙুট)…
হঠাৎ করে TOERING টা কোথা থেকে এলো ?? এলো তো এলো,,, সেটা মিঠি জানেইনা ,, সে পড়েছিল কিনা… মিঠাই সাজতে গিয়ে নাকি মিঠি একটা ঘোরের মধ্যে ছিল কি মানে এর…????

আগের বার মিঠাইয়ের kidnap হওয়ার সময়,,, এই TOERING ই হেল্প করেছিল ,,মিঠাইকে সিডের সামনে সনাক্ত করতে….
এবার ও সেই TOERING সেই একই ভূমিকা নেবে,,,,, সিডের সামনে মিঠি ই মিঠাই ,, এটা সনাক্ত করতে????নাকি অন্য কিছু…..
TOERING এর কোনো ভূমিকা না থাকলে,,, এমনি এমনি তো ওটা Focused হতো না!!!!

TURU SUSPENSION,,,, TURU CONFUSION উফফফ সত্যিইই কোনো detective story তেও এত উত্তেজনা create হয় কিনা,,, জানা নেই ”

Related Articles