বাংলা সিরিয়াল

‘কনটেন্ট সুন্দর কিন্তু স্লট ভালো না হ‌ওয়ায় প্রাপ্য সম্মান পাচ্ছে না মন দিতে চায়!’স্লট পেলেও বেশি রাতে হওয়ার কারণে ক্ষোভ প্রকাশ দর্শকের!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মন দিতে চাই এই ধারাবাহিকে সোমরাজ আর তিতিরের চরিত্রে অভিনয় করে ঋত্বিক আর অরুনিমা সকলের মন জয় করে নিয়েছেন অল্প সময়েই। একজন সফল ব্যবসায়ী যিনি তার সফলতার পিছনে কাউকে কৃতিত্ব দিতে রাজি নন, কিন্তু তিতির মনে করে একজন নারীকে ছাড়া কোন কাজই সম্পন্ন হয় না, কারণ সে একজন শিল্পী আর শিল্পীর হাতের শিল্প ছাড়া কি করে একজন শিল্পপতি হতে পারে?

এরকম বিপরীতমুখী দুটো মানুষ ঘটনাচক্রে মুখোমুখি হয় তাদের মধ্যে একটা খাট্টা মিঠঠা সম্পর্ক তৈরি হয় এবং তার পরই ঘটনাচক্রে নিজের ভাইকে তার পছন্দের মানুষের সাথে বিয়ে দেওয়ার জন্য সোমরাজকেও বাধ্য হয়ে বিয়ে করতে হয় তিতিরকে। কারণ সোমরাজের মা মালিনী দেবী বলেছিলেন যে বড় ছেলে সোমরাজের বিয়ে না দিয়ে তিনি কিছুতেই ছোট ছেলের বিয়ে দেবেন না তাই সোমরাজের ভাই যখন তিতিরের দিদিকে বিয়ে করে তখন সোমরাজ ও তিতিরের সিঁথিতে সিঁদুর তুলে দেয়, ঘটনাচক্রে এই বিয়ে হয়ে যাওয়ার পর এই ধারাবাহিকের প্রতি দর্শকের ইন্টারেস্ট আরো বেড়ে যায়।

কারণ তিতির বিয়ে হয়ে সোমরাজের বাড়িতে যাওয়ার পরই বুঝতে পারে মালিনী দেবী যতটা ভালো সাজেন তিনি আসলে ততটা ভালো নন, তাই মালিনী দেবীর সাথে তিতিরের সমানে সমানে টক্কর লাগে, তারপর তিতির সোমরাজের সুন্দর কেমিস্ট্রি, বিভিন্ন রকম হাস্য রসাত্মক স্ক্রিনপ্লে দর্শকদের মন জয় করে নেয়। ফুলশয্যার রাত্রে দৌড়াতে দৌড়াতে তিতির আর সোমরাজ খাট ভেঙে ফেলে, মুহূর্তের মধ্যেই মালিনী তখন স্বপ্ন দেখে ফেলেন যে,তিতির সোমরাজের ছেলে হয়েছে ঘোতন সে আবার তার মুখে হিসু করে দিয়েছে !-স্বাভাবিকভাবে এরকম কমিক দর্শকরা বেশ উপভোগ করছেন আর তার প্রকাশ হচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টে।

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন যেমন লিখেছেন, “ বিয়ের পর থেকে মন দিতে চাই এর প্রতিটা পর্ব দারুন হচ্ছে। এবং এই প্রোডাকশনের বেস্ট সিরিয়াল ও মন দিতে চাই বর্তমানে। শুধুমাত্র ঋত্ত্বিক দার লাকের কথা ভেবেই খারাপ লাগে।এতো সুন্দর সুন্দর কনসেপ্ট নিয়ে আসার পরেও বাজে জঘন্য স্লটের জন্য প্রাপ্য মর্যাদা বা সেইরকম টিআরপি পেতে পারেনা।

তবুও পথ ১০ টায় জি তে মাইলফলক তৈরি করে গিয়েছে যেই টিআরপি জি তে আগে কোনো সিরিয়াল ১০ টার স্লটে দেইনি এবং ভবিষ্যতেও দেবেনা। কিন্তু ১০:৩০ টার স্লটে খুব বেশি টিআরপি পাওয়া এখনকার সময়ে ভীষণ কঠিন‌। যেখানে আগের স্লটের সিরিয়াল গুলোর বাজে অবস্থা সেখানে মন দিতে চাই বিনা সাপোর্টে স্লট পাচ্ছে।৯:০০ টার স্লটে দিলে ভীষণ উন্নতি করতো এটা বলতে কোনো দ্বিধা নেই।”

Related Articles