উড়ন্ত সিঁদুর, ঘুরন্ত বর এখন অতীত, এখন চলছে যখন ইচ্ছা তখন বিয়ে! মন দিতে চাই-য়ের নতুন প্রমো আসতে হেসে খুন দর্শক, সিরিয়ালের বিয়ে মানেই আজগুবি!

কয়েক মাস হল জি বাংলা(Zee Bangla)র পর্দায় হয়েছে নতুন ধারাবাহিক মন দিতে চাই(Mon Dite Chai)। তবে ধারাবাহিকটি দর্শকদের কাছে শুরুর দিন থেকেই বেশ সাড়া ফেলে দিয়েছে। যদিও এর সম্প্রচার সময় বেশ রাতের দিকে। তারপরেও দর্শকরা এই ধারাবাহিক দেখতে পছন্দ করেন।
বিশেষ করে এক নতুন জুটি পেয়েছেন দর্শক এই ধারাবাহিকে। এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের টুকাই দা আর সহচরীর বন্ধু ধিঙ্গি রয়েছে এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে। দীর্ঘ দিন ধরে দর্শকরা দাবি জানিয়েছেন ধারাবাহিকটি অত্যন্ত ভালো হওয়ার কারণে যাতে এটি আগের দিকে দেওয়া হয়। তাহলে বহু দর্শক এটি দেখতে পান। যদিও চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে এখনো কোনো রকম সারা পাওয়া যায়নি।
তবে মন দিতে চাই ধারাবাহিকের প্রমো(New Promo) ইতিমধ্যে সামনে এসেছে। আর সেটি আসতেই চূড়ান্ত হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়াতে। ধারাবাহিকের প্রমোতে দেখা গিয়েছে সোমরাজ এবং তিতির মিলে তিতিরের দিদির বিয়ে বন্ধ করতে এসেছে। কারণ সোমরাজের ভাই তার দিদিকে ভালোবাসে। দিদির অনিচ্ছায় বিয়ে মেনে নিতে পারছিল না তিতির। তাই শেষমেষ দুজনে মিলে এসেছে বিয়ের মন্ডপে। ঠিক সেই মুহূর্তে সোমরাজের মা অশান্তি সৃষ্টির জন্য বলে তার ইচ্ছে সোমরাজের আগে বিয়ে হবে তারপর বাকি সকলের। ভাইয়ের মান রাখতে সোমরাজ তিতিরের মাথায় সিঁদুর পড়িয়ে জানায় সেই আজ থেকে তার বউ।
এই প্রমো সামনে আসার পর অনেকেই প্রশ্ন তুলেছে ধারাবাহিকের বাস্তবিকতা নিয়ে। একজন লিখেছেন,’ সিরিয়াল এতে এমন করেই বিয়ে হয়’। অপর একজন লিখেছেন,’ এতে করলে রেম্পার ক্যালানী দিয়ে একোণে ফেলে রাখবে’। মোট কথা প্রমো সামনে আসার পরেই হাসির খোরাক হয়েছে ধারাবাহিক।