বাংলা সিরিয়াল

ছেলে-মেয়ে দুজনেই সমান, সন্তান জন্মের আগে কি তার লিঙ্গ জানা ভীষণ জরুরী! পর্ণার জবাবে মুগ্ধ দর্শক, লিঙ্গ বৈষম্যের মত কঠিন বাস্তব তুলে ধরল নিম ফুলের মধু ধারাবাহিক, দিল সমাজ পাল্টানোর শিক্ষা

কয়েক সপ্তাহ আগে জি বাংলায়(Zee Bangla) শুরু হয়েছে একঝাঁক নতুন ধারাবাহিক। যাদের মধ্যে অন্যতম নিম ফুলের মধু(Nim Phuler Modhu)। দূর থেকেই এই ধারাবাহিক চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। যেখানে মুখ্য চরিত্র দেখা যায় অভিনেত্রী পল্লবী শর্মা(Pallabi Sharma) এবং অভিনেতা রুবেল দাসকে(Rubel Das)। নতুন এবং পুরনোর দ্বন্দ্বকে নিয়ে এগোচ্ছে এই ধারাবাহিক(Bengali Serial)।

প্রসঙ্গত ধারাবাহিকের গল্প আর বাকি পাঁচটা ধারাবাহিকের থেকে এখনো আলাদা। সিরিয়ালের নায়ক সৃজন এক যৌথ পরিবারে বড় হয়ে উঠেছে। তবে তার ধ্যান-ধারণা বেশ পুরনো। অন্যদিকে নায়িকা পর্ণা আধুনিক পরিবারের বড় হওয়া এক মেয়ে। তাদের বিয়ে হয় সম্বন্ধ করে। তবে বিয়ের পর থেকে সৃজনের মা পর্ণাকে একেবারেই মেনে নিতে পারছেন না।

তার সব সময় মনে হয় আধুনিক চিন্তাধারার বউ এসে তার ছেলেকে তার থেকে কেড়ে নিচ্ছে। উল্টোদিকে পর্ণা চেষ্টা করে যাচ্ছে কিভাবে তার শাশুড়ির মন জিতে নিতে পারে। হাজার কাজ করলেও কৃষ্ণা দু’চারটে কথা শুনিয়েই দেয় বউকে। যে কারণে শুরুর থেকে কৃষ্ণা চরিত্রটির উপর দর্শকদের বেশ ক্ষোভ রয়েছে।

তবে এবার সামনে এসেছে ধারাবাহিকের নতুন প্রমো। আর তারপর থেকেই পর্ণা চরিত্রটি নিয়ে দর্শকরা আরো বেশি করে প্রশংসা করছে। তার চিন্তা ভাবনাকে কুর্নিশ জানাচ্ছে। প্রমোতে দেখা দিয়েছে পর্ণা এবং সৃজনের সন্তানের মঙ্গল কামনায় বাড়িতে একটি পুজোর আয়োজন করা হয়েছে। যেখানে পুরোহিত মশাই সৃজনের হাতে একটি আংটি দিয়ে বলেছেন এই আংটি তার স্ত্রীয়ের শাড়ির মাঝ বরাবর ফেলে দিতে। যদি ডান পায়ে আংটি পড়ে তাহলে ছেলে হবে আর বাঁ পায়ে পড়ে তাহলে মেয়ে হবে।

কিন্তু সেই আংটি শাড়ি বেয়ে মাটিতে পড়ার আগেই ধরে ফেলেছে পর্ণা। এই দেখে তার শাশুড়ি মা যখন বলে তুমি আংটিটা পড়তে দিলে না কেন। তার উত্তরে পর্ণা জানায় পুজো তো সন্তানের মঙ্গল কামনায় তাহলে কি জানার খুব দরকার রয়েছে ছেলে হবে না মেয়ে!

আর নায়িকার মুখে এই বক্তব্য শুনে মুগ্ধ হয়ে গেছেন দর্শকেরা। দর্শকদের মতে আমরা এখন যে সময়ে বসবাস করি তখন ছেলে মেয়ে দুজনেই সমান। আগে যদিও ছেলে হবে না মেয়ে এই বিষয়ে ভাবনা চিন্তা করা হতো। এখন দাঁড়িয়ে এই চিন্তা ভাবনার কোন মানেই হয় না। নিম ফুলের মধু এক উপযুক্ত শিক্ষা দিচ্ছে সমাজকে।

Related Articles