বাংলা সিরিয়াল

একসময় লোকজন প্রচুর গালাগালি করতেন, আজ সেই অভিনেত্রীই জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে সকলের কাছে জনপ্রিয়তা পাচ্ছেন

জি বাংলায় জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো নিম ফুলের মধু। ধারাবাহিক শুরুর পর থেকে ধীরে ধীরে সকলের মন জয় করে নিয়েছে। TRP তালিকায় বেশ ভালো ফলাফল করছে প্রতি সপ্তাহে। ধারাবাহিকটি জনপ্রিয় হয়ে ওঠার পিছনে যেমন ধারাবাহিকের বাস্তববাদী গল্প, নায়ক নায়িকা সবার ভূমিকা রয়েছে, তেমন ধারাবাহিকের এমন কিছু গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে যার জন্য ধারাবাহিকের জনপ্রিয়তা বেড়েছে।

এর মধ্যে অন্যতম হলো বাবুর মায়ের চরিত্র অর্থাৎ সৃজনের মা কৃষ্ণা। এছাড়াও ধারাবাহিকের পার্শ্ব চরিত্রগুলি সমানভাবে গুরুত্বপূর্ণ ধারাবাহিকের জন্য। এর মধ্যে অন্যতম হলো সৃজনের বোন এবং পর্নার একমাত্র ননদ বর্ষা চরিত্র। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শৈলী ভট্টাচার্য।

ধারাবাহিকভাবে বর্ষার চরিত্রটি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। দত্ত বাড়ির একমাত্র মেয়ে বর্ষা ছোট থেকেই পুরুষ শাসিত সমাজে বড় হয়ে উঠেছে। তাদের বাড়িতে আগেকার দিনের মতোই কড়া নিয়ম চলে। তার ক্ষেত্রেও সেটা সমান ভাবে প্রযোজ্য। আগেকার দিনে যেমন বাড়ির মেয়েদের কড়া নিয়ম মেনে চলতে হতো বর্ষা কেও ঠিক তেমনি চলতে হয় বাড়িতে।

তবে পর্না আসার পর সে তার সব মনের কথা বৌদিকে বলতে পরে। বৌদি কে খুব ভালোবাসে বর্ষা। বৌদির বিপদে আপদে সবসময় তাকে রক্ষা করে। আর এই চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছে অভিনেত্রী।

পর্দার এই বর্ষার সাথে বাস্তব জীবনে কতখানি মিল রয়েছে শৈলীর? সে সম্পর্কেই সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন অভিনেত্রী। ধারাবাহিকে আমরা বর্ষা খুব শান্ত স্বভাবের মেয়ে হিসেবে দেখি কিন্তু বাস্তবে তিনি একেবারেই তার উল্টো। বাস্তব জীবনে বাড়ির একমাত্র মেয়ে হওয়ায় ভীষণ আদর যত্নে বড় হয়েছেন অভিনেত্রী। অভিনয় জগতে বেশ ছোট থেকেই যুক্ত রয়েছেন তিনি।

শৈলী জনপ্রিয় একটি ওয়েব সিরিজ ‘শব চরিত্র’ এ অভিনয় করেই দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। বিশেষ করে ওই ওয়েব সিরিজের একটি দৃশ্য মাঝেমধ্যে ভাইরাল হয়ে থাকে সোশ্যাল মিডিয়ায়। যার জন্য নাকি অভিনেত্রীকে একসময় খুব গালাগালিও দিয়েছিলেন দর্শক।আর আজ তিনিই বাংলার জনপ্রিয় সিরিয়ালের সেরা ননদ হয়ে উঠতে পেরেছেন।

Related Articles