ভ্যালেন্টাইন্স ডে’তেই পর্দা ফাঁস! বিয়ের ঘোষণা করলেন পর্দার সীমন্তিনী! এই পাঞ্জাবী ব্যবসায়ীকে মন দিয়ে বসেছেন অভিনেত্রী

যারা প্রেম করেন তাদের জন্য অন্যতম বিশেষ দিনই প্রেমের দিবস। এই দিনে মনের মানুষের কাছে লুকিয়ে থাকা কথা প্রকাশ করেন অনেকে। আবার অনেকেই দিনটিকে শুভ বলে মনে করেন। এ জীবনের একটা বড় সিদ্ধান্ত নিয়ে থাকেন এই দিনে। ঠিক তেমনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত পায়েল দেব এটা যে জীবনের বিশেষ এক দিনের কথা ঘোষণা করলেন।
View this post on Instagram
‘এই পথ যদি না শেষ হয়’ খ্যাত অভিনেত্রী পায়েল(Payel Deb) এদিন নিজের জীবনের পথ বেছে নিয়েছেন। তবে নতুন করে প্রেমে পড়েননি তিনি। বরং বহুদিন ছিলেন প্রেমে। ২০২১ সালে এক পাঞ্জাবি ব্যবসায়ী শিখর ট্যান্ডনের প্রেমে পড়েন পায়েল।
View this post on Instagram
এক বন্ধুর মাধ্যমে দোলের পার্টিতে গিয়ে তাদের পরিচয় হয়। তারপর ধীরে ধীরে সম্পর্ক এগোয়। তাদের দুজনের সোশ্যাল মিডিয়ার পাতাতে ঢুঁ মারলে চোখে পড়বে দুজনের ছবি।
View this post on Instagram
চলতি বছরের শেষেই নাকি চার হাত এক হতে চলেছে। তবে যেহেতু তারা দুজনেই ভিন্ন ধর্মের তাই দুটি নিয়মেই বিয়ে হবে বলে জানা গিয়েছে। দুজনের পরিবারের মতেই হতে চলেছে বিয়ে। এই মুহূর্তে পায়েলকে দেখা যাচ্ছে রাঙা বউ ধারাবাহিকে সীমন্তিনীর চরিত্রে।