বাংলা সিরিয়াল

প্রথম প্রোমোর অংশ দেখিয়ে শেষ হলো ‘বোধিসত্ত্বের বোধ বুদ্ধি’! ভালো জিনিস সবার পেটে সহ্য হয় না; বলছেন নেটিজেনরা!

জি বাংলায় ব্যতিক্রমী যে সকল ধারাবাহিক ছিল তার মধ্যে বোধিসত্ত্বের বোধ বুদ্ধি অন্যতম। এই ধারাবাহিকটির মধ্যে পারিবারিক কূট কাচালি দেখানো হতো না, নায়িকার ঝগড়া বিবাদ দেখানো হত না, এই ধারাবাহিকের মধ্যে শুধু হাস্য পরিহাস দেখানো হতো।

বোধিসত্ত্ব বলে একটি ছেলে যার বোধ বুদ্ধির পরিচয় দেওয়া হতো। কীভাবে শান্তি কুঞ্জের যে কোনো সমাধানে বোধিসত্ত্বের বোধ বুদ্ধি বোধ কাজে লাগে তাই দেখানো হতো। বোধিসত্ত্ব এমন একটি ছেলে যে তার বয়সের থেকে এগিয়ে ভাবতো, তার অভিনব ভাবনাচিন্তার জন্যই ধারাবাহিকটি বিশেষ হয়ে উঠেছিল এবং শুরুর দিকে ভালো মাত্রায় টিআরপি পেয়েছিল।

কিন্তু সময় যত এগোতে থাকে তত টিআরপির খেলায় এই ধারাবাহিকটি তার জায়গা হারাতে থাকে আর বর্তমানে যেহেতু টি আর পির উপর নির্ভর করে কোন ধারাবাহিক কতকাল থাকবে কতকাল থাকবে না? তাই এই ধারাবাহিকটিও শেষ হয়ে যায়। তবে এই ধারাবাহিকটি শেষ হয়ে গেলেও এই ধারাবাহিকের অভিনবত্ব অস্বীকার করার কোন উপায় নেই‌ আর পাঁচটা ধারাবাহিক থেকে এই ধারাবাহিক যে সম্পূর্ণ অন্য মাত্রা ছিল সে কথা যে কেউ স্বীকার করেন এক বাক্যে ‌‌, তাই ভিন্নধর্মী এই ধারাবাহিক শেষ হয় অনেকেই দুঃখ প্রকাশ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন এই প্রসঙ্গে লিখেছেন যে,মাত্র ৩১০ পর্বেই শেষ হয়ে গেল বোধিসত্ত্বের বোধ বুদ্ধি।- এই পোস্টে একজন আবার কমেন্ট করে লিখেছেন যে, ভালো জিনিস সবার সহ্য হয় না।

আরেকজন আবার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে,
“বোধিসত্ত্বর বোধবুদ্ধি দেখলাম। আজ ছিল অন্তিম এপিসোড।
প্রথম প্রোমোর অংশ দিয়ে অন্তিম এপিসোড এর অন্তিম সিন দেখানো টা খুব ভালো লাগলো।

( সিরিয়াল টা নিয়মিত দেখা হয়নি! তাই ভালো মন্দ কিছু বলতে পারছি না)”

Related Articles